দৈনিক কুষ্টিয়া অনলাইন/
কুষ্টিয়ায় ছেলের বেধড়ক মারপিটে মধ্যবয়সী এক পিতার মৃত্যু হয়েছে। আজ শুক্রবার ভোরে শহরের চড় মিলপাড়াতে এ ঘটনা ঘটেছে বলে নিশ্চিত করেছে পুলিশ।
পরিবার ও স্থানীয়রা সুত্রে জানা যায়, ছেলে রমিজ আলীর সাথে পিতা বাবু খানের মাঝে মধ্যেই ঝগড়া লাগতো। ১৭ বছরের রমিজ শহরের বড়বাজার এলাকায় একটি দড়ি ফ্যাক্টরিতে কাজ করে। সে মাদকাসক্তও বলে অভিযোগ রয়েছে।
শুক্রবার ভোর ৬টার দিকে পিতা বাবু রমিজের কাছে ১ হাজার টাকা চান। রমিজ তাকে ৫০০ টাকা দিতে চাইলে ক্ষেপে যান বাবু। তাদের মধ্যে শুরু হয় কথা কাটাকাটি। এক পর্যায়ে তাদের মধ্যে মারামারি শুরু হয়।
নিহত বাবুর চোট ছেলে রইস আলী ওরফে আসকারী জানায় তার বড় ভাই রমিজ তার বাবাকে চড় ও কিলঘুষি মারতে থাকে। তার বাবা তাকে বাড়ি থেকে তখুনি বের হয়ে চলে যেতে বলেন।
রইস জানায় এ সময় তার মা জনতা খাতুন রমিজের পক্ষ নিয়ে বাবার সাথে ঝগড়ায় লিপ্ত হলে তার বাবা বাবু আরো ক্ষিপ্ত হয়ে তার মা ও ভাই রমিজকে বাড়ি থেকে বের করে দিতে গেলে তাদের তিনজনের মধ্যে ধ্বস্তাধস্তি লেগে যায়। এক পর্যায়ে তার পিতা মাটিতে পড়ে যান।
পড়ে গিয়ে আহত হন বাবু। তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেয়া হলে সেখানে ৯টার দিকে বাবু মারা যান।
মিলপাড়া পুলিশ ফাঁড়ির পুলিশের এসআই শাহিন জানান পুলিশ বাবুর স্ত্রী জনতা খাতুন (৩৫)কে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে।
কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাব্বিরুল আলম জানান পারিবারিক ঝগড়াকে কেন্দ্র এ ঘটনা ঘটেছে।
বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় এখনো মামলা হয়নি বলে তিনি জানান।
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর : ড. আমানুর আমান,এম.ফিল (আইইউকে), পিএইচডি ( এনবিইউ- দার্জিলিং)
ব্যবস্থাপনা সম্পাদক: শাহনাজ আমান।
কার্যালয়:- থানা ট্রাফিক মোড়, কুষ্টিয়া।মোবাইল- ০১৭১৩-৯১৪৫৭০, ইমেইল: info.dailykushtia@gmail.com
ই-পেপার কপি