দৈনিক কুষ্টিয়া অনলাইন/
বাংলাদেশের কিংবদন্তীতুল্য সাংবাদিক ও জনপ্রিয় কলামিষ্ট স্বাধীনতা পদক, একুশে পদক, বাংলা একাডেমি পদক, ইউনেস্কো পদকপ্রাপ্ত বর্ষীয়ান লেখক, মহান ভাষা আন্দোলনের অবিস্মরণীয় গান আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রæয়ারি-এর রচয়িতা, মহান স্বাধীনতা যুদ্ধে মুজিবনগর সরকারের মাধ্যমে নিবন্ধিত স্বাধীন বাংলার প্রথম পত্রিকা ‘সাপ্তাহিক জয় বাংলার’ প্রতিষ্ঠাতা ও সম্পাদক আবদুল গাফফার চৌধুরীর মৃত্যুতে কুষ্টিয়া নাগরিক কমিটি গভীর শোক প্রকাশ করছে।
কুষ্টিয়া নাগরিক কমিটির সভাপতি প্রফেসর ডা. এসএম মুস্তানজিদ ও সাধারণ সম্পাদক প্রফেসর ড. সেলিম তোহা এই মহান ব্যক্তির বিদেহী আত্মার প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন এবং শোকসন্তপ্ত এ পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।
বিবৃতিতে তারা বলেছেন আব্দুল গাফফার চৌধুরী এ দেশের মুক্তিযুদ্ধের চেতনা ও বাঙালির অসাম্প্রদায়িক মননকে ধারণ করে জীবনের শেষ দিন পর্যন্ত জাতির সামনে সঠিক ইতিহাস তুলে ধরতে কাজ করে গেছেন। নেতৃবৃন্দ মনে করেন বাঙালী সময় পরম্পরায় এই মহান মানুষটিকে সস্মরণ করে চলবে।
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর : ড. আমানুর আমান,এম.ফিল (আইইউকে), পিএইচডি ( এনবিইউ- দার্জিলিং)
ব্যবস্থাপনা সম্পাদক: শাহনাজ আমান।
কার্যালয়:- থানা ট্রাফিক মোড়, কুষ্টিয়া।মোবাইল- ০১৭১৩-৯১৪৫৭০, ইমেইল: info.dailykushtia@gmail.com
ই-পেপার কপি