December 22, 2024, 2:39 pm
জাতীয় ক্রীড়া পুরস্কারে ভূষিত হওয়ায় ইসলামী বিশ^দ্যিালয়ের উপাচার্য প্রফেসর ড. শেখ আবদুস সালামকে প্রাণঢালা অভিনন্দন জানিয়েছে ইসলামী বিশ^দ্যিালয় বঙ্গবন্ধু পরিষদ। পরিষদের পতক্ষ থেকে ভারপ্রাপ্ত সভাপতি প্রফেসর ড. জাহাঙ্গীর হোসেন ও সাধারণ সম্পাদক প্রফেসর ড. মাহবুবুল আরফিন এক বিবৃতিতে উপাচর্যকে অভিনন্দন জানান। তারা বলেছেন এই অর্জন জাতিয়ভাবে ইসলামী বিশ^বিদ্যালয়ের মর্যাদাকে আরো বেশী প্রস্ফুটিত করেছে। তাই এই অর্জনে বিশ^বিদ্যালয় পরিবার গর্বিত।
নেতৃবৃন্দ আরো বলেছেন প্রফেসর সালাম দীর্ঘদিন ধরেই দেশের ক্রীড়াঙ্গণের বিভিন্ন শাখায় জাতিয় পর্যায়ে কাজ করে চলেছেন। তাঁর নেতৃত্বে বাংলাদেশ ক্যারাম দল বিভিন্ন সময়ে দেশের বাইরে অনুষ্ঠিত সার্ক কান্ট্রিজ ক্যারাম ট্যুর্ণামেন্ট, এশিয়ান ক্যারাম ট্যুর্ণামেন্ট, ওয়াল্ড ক্যারাম কংগ্রেস প্রভৃতি প্রতিযোগিতায় অংশগ্রহণ করে এবং দেশ পুরস্কৃত হবার গৌরব অর্জন করে । ১৯৯৫ সালে ঢাকায় অনুষ্ঠিত ৫ম সার্ক ক্যারাম ট্যুর্ণামেন্টে মিক্সড ডাবলস – এ বাংলাদেশ দল ভারতকে হারিয়ে স্বর্ণ জয় করে তাঁরই নেতৃত্বে । তিনি এশিয়ান ক্যারাম কনফেডারেশনের প্রতিষ্ঠাকালীন সহ সভাপতি ছিলেন । অধ্যাপক ড. সালাম ২০১৪ সাল থেকে অদ্যাবধি বাংলাদেশ ফিজিক্যালী চ্যালেঞ্জড ক্রিকেটের সভাপতির দায়িত্ব পালন করে চলেছেন । বিভিন্ন সময়ে বাংলাদেশ, ভারত, শ্রীলংকা, নেপালসহ বিভিন্ন দেশের প্রতিবন্ধী ক্রিকেট দলকে হারিয়ে বাংলাদেশ ক্রিকেট এসোসিয়েশন ফর দ্যা ফিজিক্যালী চ্যালেঞ্জড (বিসিএপিসি ) দল এ পর্যন্ত সাতবার চ্যাম্পিয়ন (৪ বার অপরাজিত) হওয়ার গৌরব অর্জন করেছে । জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে বাংলাদেশের কক্সবাজারে অনুষ্ঠিত চার জাতি প্রতিবন্ধি ক্রিকেট ট্যুর্ণামেন্ট ২০২২- এ বাংলাদেশ ক্রিকেট এসোসিয়েশন ফর দ্যা ফিজিক্যালী চ্যালেঞ্জড (বিসিএপিসি ) দল তাঁরই নেতৃত্বে অপরাজিত চ্যাম্পিয়ন হয় । বর্তমানে অধ্যাপক ড. সালাম ন্যাশনাল প্যারালিম্পিক কমিটি, বাংলাদেশ এর সিনিয়র ভাইস-প্রেসিডেন্ট।
ইসলামী বিশ^দ্যিালয় বঙ্গবন্ধু পরিষদ মনে করে বিভিন্ন ইভেন্টে তাঁর অংশগ্রহন ও তাঁর সুযোগ্য ব্যবস্থাপনায় দেশের ক্রীগাঙ্গণ আরো এগিয়ে যাবে।
সংবাদ বিজ্ঞপ্তি/
Leave a Reply