দৈনিক কুষ্টিয়া অনলাইন/
কুষ্টিয়াতে র্যালী ও আলোচনা সভার মধ্যে দিয়ে কুষ্টিয়ায় পালিত হয়েছে বিশ্ব পরিযায়ী পাখি দিবস -২০২২। এবারের প্রতিপাদ্য বিষয় ছিল Dim the Lights for Birds at Night"/(রাতে পাখিদের জন্য আলো ম্লান করুন)
বাংলাদেশ জীব বৈচিত্র্য সংরক্ষণ ফেডারেশন বিবিসিএফ কুষ্টিয়া জেলা ও মানুষ মানুষের জন্য কুষ্টিয়ার আয়োজনে বুধবার (১১ মে) বিকেল ৪ টায় কুষ্টিয়া পৌরসভার বটতলায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভা শেষে র্যালীর মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। বাংলাদেশ জীব বৈচিত্র্য সংরক্ষণ ফেডারেশন বিবিসিএফ এর সহ সভাপতি "দি ফক্স ম্যান" শাহাবউদ্দিন মিলনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সম্মিলিত সামাজিক জোটের চেয়ারম্যান এবং কুষ্টিয়া পাবলিক লাইব্রেরির সদস্য সচিব বিশিষ্ট লেখক ও গবেষক ড. আমানুর আমান।
আলোচনা সভায় প্রধান আলোচক ছিলেন, বাংলাদেশ জীব বৈচিত্র্য সংরক্ষণ ফেডারেশন বিবিসিএফ এর নির্বাহী সদস্য ও কুষ্টিয়া বার্ড ক্লাবের সভাপতি পাখি গবেষক এস আই সোহেল। অনুষ্ঠান পরিচালনা করেন বাংলাদেশ জীব বৈচিত্র্য সংরক্ষণ ফেডারেশন বিবিসিএফ কুষ্টিয়া জেলার সাংগঠনিক সম্পাদক নাব্বির আল নাফিজ। আলেচনা সভায় আরও বক্তব্য রাখেন, সম্মিলিত সামাজিক জোটের সমন্বয়ক ও দৈনিক কুষ্টিয়ার সহ সম্পাদক অ্যাডভোকেট মোঃ মুহাইমিনুর রহমান পলল।
সম্মিলিত সামাজিক জোটের সংগঠক ও কালপুরুষের যুগ্ম আহবায়ক শিমুল বিশ্বাস,ইমাম গাজ্জালী সমাজ উন্নয়ন সংস্থার সভাপতি ইব্রাহিম খলিল,জোটের সিনিয়র সম্পাদক ও দিশাবে সাংগঠনিক সম্পাদক, সময়ের কাগজের স্টাফ রিপোর্টার অঞ্জন কৃষ্ণ শীল শুভ, সম্মিলিত সামাজিক জোটের সংগঠক ও স্বপ্ন প্রয়াস যুব সংস্থার সভাপতি সাদিক হাসান রহিদ।
আলোচনা সভায় বক্তারা বলেন, বর্তমান বিশ্বে জলবায়ুর ব্যাপক পরিবর্তনের ফলে পাখিদের আবাসস্থল ধ্বংস হচ্ছে। এ কারণে পরিযায়ী পাখিরা মারাত্মক খাদ্য সংকটের মধ্যে পড়েছে। দেশে জলাভূমি, হাওর ও বনাঞ্চল কমে যাওয়া, পাখির পরিবেশগত প্রতিকূলতা এবং শিকারি মানসিকতার কারণেই পরিযায়ী পাখির সংখ্যা আশঙ্কাজনক হারে কমছে।পাখি ধংস রোধে আমরা নিজে এবং অন্যদের সবাইকে সচেতন করি।
পাখি আমাদের সৌন্দর্যের একটি অংশ!প্রাকৃতিক ও মানবসৃষ্ট কারণে বাংলাদেশে দিন দিন পরিযায়ী পাখির সংখ্যা কমছে, যা দেশের সামগ্রিক পরিবেশের ওপর নেতিবাচক প্রভাব ফেলবে বলে বিশেষজ্ঞরা জানিয়েছেন। বিশ্বের অসংখ্য দেশের মধ্যে পরিযায়ী পাখিদের জন্য সুন্দর এক আবাসস্থল হচ্ছে বাংলাদেশ। বিস্তীর্ণ সবুজের মাঠ, ফসলের সমারোহ, নদী-নালা, খাল-বিল, হাওর-বাঁওড় আর বহুজাতিক উদ্ভিদের পারস্পরিক মিলনাস্থল এই বাংলাদেশ।
প্রতি বছর শীতকালে অসংখ্য পরিযায়ী পাখিরা চলে আসে আমাদের দেশে। হিমালয়ের পাদদেশ থেকে বেশিরভাগ পাখির আগমন ঘটে। এসব পাখিরা হিমালয়ের পাদদেশে অবস্থিত তিব্বতের লাদাখ থেকে সেন্ট্রাল এশিয়ান ইন্ডিয়ান ফ্লাইওয়ে দিয়ে বাংলাদেশে প্রবেশ করে। এছাড়া ইউরোপ থেকেও এসব পাখি নভেম্বরের দিকে বাংলাদেশে আসে। প্রতি বছর বাংলাদেশে প্রায় ২৫০-৩০০ প্রজাতির পরিযায়ী পাখির আগমনের ঘটে।
বাংলাদেশের প্রায় প্রতিটি নদ-নদী, হাওর-বাঁওড়, বিল-ঝিলে এইসব পাখিদের প্রচুর বিচরণ লক্ষ করা যায়। পরিবেশের ভারসাম্য ও জীববৈচিত্র্য রক্ষায় পরিযায়ী পাখির গুরুত্ব অপরিসিম। নদীমাতৃক আমাদের বাংলাদেশ নানা সৌন্দর্যের লীলাভূমি। পরিযায়ী পাখির কলতান, ডানা ঝাপটানি ও পাখা মেলে উড়ে বেড়ানো প্রকৃতি সৌন্দর্যে যোগ হয় এক নতুন মাত্রা। পাখি প্রকৃতির অলংকার।
এ পাখিরা কেবল অতিথি হয়েই আসে না, এরা মূলত একটা দেশের অবিচ্ছেদ্য অংশ হিসাবে থেকে যায় বছরের নির্দিষ্ট সময়। প্রতি বছর দূর দেশ থেকে এই পরিযায়ী পাখিদের আগমন না ঘটলে বাংলাদেশের ভারসাম্য নষ্ট হয়ে যাবে। ক্ষতিকর পোকামাকড় দমন এবং এদের বিষ্ঠার মাধ্যমে মাটির উর্বরতা বৃদ্ধি পায়।
তাই পরিযায়ী পাখির সুফল সম্পর্কে জানতে হবে ও তাদের পরিযায়ন যেন সুষ্ঠভাবে হয়, সেদিকে নজর রাখতে হবে। আমাদের অস্তিত্ব টিকিয়ে রাখতে প্রকৃতি ও প্রাণীদের রক্ষা ছাড়া কোনো বিকল্প নেই।তাই এদেরকে সংরক্ষণ করা জরুরি।
অনুষ্ঠানের সমাপ্তিতে মানুষ মানুষের জন্য সংগঠনের পক্ষ থেকে কুষ্টিয়ায় কোভিড যোদ্ধা হিসেবে জেলা প্রশাসনের ইমারজেন্সি করোনা রেসপন্স টিমে সম্মিলিত সামাজিক জোটের পক্ষ থেকে স্বেচ্ছাসেবক হিসেবে বিশেষ দায়িত্ব পালন ও দিশাব সংগঠনের উদ্যোগে কোভিড বিপর্যয় পরিস্থিতিতে অসহায়দের খাদ্য ও প্রয়োজনীয় সামগ্রী সরবরাহে বিশেষ ভূমিকা রাখায় দিশাবের সাংগঠনিক সম্পাদক অঞ্জন কৃষ্ণ শীল শুভকে মানুষের জন্য ফাউন্ডেশনের পক্ষ থেকে সম্মাননা প্রদান করা হয়।
এছাড়াও জোটের জুনিয়র সংগঠক সামাজিক সংগঠন কালপুরুষের কার্যনির্বাহী সদস্য স্বপন মাহমুদ, অপু হোসেন, মেহেদী হাসান, এহসান হক রুজ, আবু বক্কর সিদ্দিকী সাদ, আশিকুর রহমান আবির, সাংবাদিক সুমন শেখ, আকাশ আহমেদ, সায়েম হোসেন সৈয়ব, রাব্বি আলামিন প্রমূখ।
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর : ড. আমানুর আমান,এম.ফিল (আইইউকে), পিএইচডি ( এনবিইউ- দার্জিলিং)
ব্যবস্থাপনা সম্পাদক: শাহনাজ আমান।
কার্যালয়:- থানা ট্রাফিক মোড়, কুষ্টিয়া।মোবাইল- ০১৭১৩-৯১৪৫৭০, ইমেইল: info.dailykushtia@gmail.com
ই-পেপার কপি