দৈনিক কুষ্টিয়া অনলাইন/
বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় 'অশনি'র প্রভাবে দুই দিন ধরেই বৃষ্টি হচ্ছে। কোন কোন জেলায় প্রচুর বৃষ্টিপাত হচ্ছে। কুষ্টিয়াতেও থেমে থেমে ভারী বৃষ্টিপাতও হচ্ছে। সকালে প্রচুর বৃষ্টিপাত হয়েছে।
ঘুর্ণিঝড় 'অশনি' মধ্য বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে গত সোমবার থেকে ঝড়ো হাওয়াসহ ভারী বর্ষণে বরগুনাসহ দক্ষিণাঞ্চলের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এতে গ্রামের মুগ ডাল, তরমুজ ধানসহ বিভিন্ন ফসল পানিতে ভাসছে, ফসলের মাঠে এমন দৃশ্য দেখা গেছে।
স্বাভাবিক জোয়ারের চেয়ে অধিক উচ্চতায় বিষখালীসহ ছোটবড় নদ-নদীর পানি প্রবাহিত হচ্ছে। ছোট ছোট স্লুইচ গেট থেকে পানি নামতে অনেক সময়ের অপেক্ষা। ভারী বৃষ্টিতে বোরো ধান ও আগাম বিভিন্ন বীজসহ ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর : ড. আমানুর আমান,এম.ফিল (আইইউকে), পিএইচডি ( এনবিইউ- দার্জিলিং)
ব্যবস্থাপনা সম্পাদক: শাহনাজ আমান।
কার্যালয়:- থানা ট্রাফিক মোড়, কুষ্টিয়া।মোবাইল- ০১৭১৩-৯১৪৫৭০, ইমেইল: info.dailykushtia@gmail.com
ই-পেপার কপি