দৈনিক কুষ্টিয়া অনলাইন/
চুয়াডাঙ্গায় কামাল হোসেন (৬৫) নামে এক ঠিকাদারকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়েছে।
সোমবার (৮ মে) রাত ১২টার দিকে আলমডাঙ্গা উপজেলার মুন্সিগঞ্জ ক্লিনিকপাড়ায় এ ঘটনা ঘটে।
নিহত কামাল হোসেন উপজেলার জেহালা গ্রামের মৃত জাহান মাস্টারের ছেলে। তিনি একসময় বিএনপির রাজনীতির সাথে জড়িত ছিলেন। বর্তমানে ঠিকাদারির কাজ করতেন।
আলমডাঙ্গা থানা পুলিশের পরিদর্শক আব্দুল আলিম বলেন, রাতে দুর্বৃত্তরা তাকে পিটিয়ে ও কুপিয়ে রেখে যায়। হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয়।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. আহসানুল হক জানান তার শরীরের বিভিন্ন¯’ানে কোপানো হয়েছে। হাসপাতালে আসার আগেই অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়।
নিহতের স্ত্রী সেলিনা খাতুনের অভিযোগ জমিজমা সংক্রান্ত বিরোধে একই এলাকার স্বাধীন ও তার পরিবারের সদস্যরা কামালকে হত্যা করেছে।
সেলিনা জানান ঐ চক্রটি তার স্বামীকে ঈদের আগে প্রকাশ্যে হত্যার হুমকি দিয়েছিল। বিষয়টি মৌখিকভাবে পুলিশকে অবহিত করা হয়েছিল।
পুলিশের পরিদর্শক আব্দুল আলিম জানান জমি সংক্রান্ত বিরোধের খবর তারাও পেয়েছেন। তিনি জানান পুলিশ লিখিত অভিযোগ এখনও পায়নি। তবে হত্যাকারীদের ধরতে পুলিশ অভিযান অব্যাহত রেখেছে।
চুয়াডাঙ্গা জেলা বিএনপির সদস্য সচিব শরিফুজ্জামান শরীফ বলেন, কামাল হোসেন বিএনপির নেতা ছিলেন। তবে তার কোন পদ ছিল না।
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর : ড. আমানুর আমান,এম.ফিল (আইইউকে), পিএইচডি ( এনবিইউ- দার্জিলিং)
ব্যবস্থাপনা সম্পাদক: শাহনাজ আমান।
কার্যালয়:- থানা ট্রাফিক মোড়, কুষ্টিয়া।মোবাইল- ০১৭১৩-৯১৪৫৭০, ইমেইল: info.dailykushtia@gmail.com
ই-পেপার কপি