December 22, 2024, 2:00 pm
দৈনিক কুষ্টিয়া অনলাইন/
শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে পদত্যাগ করেছেন। সোমবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে ভারতীয় সংবামাধ্যম এএনআই।
গত এপ্রিল থেকে শুরু হওয়া তীব্র অর্থনৈতিক সংকটের জেরে সম্প্রতি দেশটিতে ব্যাপক সরকারবিরোধী বিক্ষোভের ঘটনা ঘটে। এক পর্যায়ে নিজেকে ‘অর্থনৈতিকভাবে দেউলিয়া’ ঘোষণা করে বিভিন্ন দেশের কাছে ঋণে জর্জরিত শ্রীলঙ্কা। উদ্ভূত পরিস্থিতিতে মন্ত্রিসভার সদস্যরা পদত্যাগ করলেও নিজ দায়িত্ব চালিয়ে যাচ্ছিলেন প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে। বিক্ষোভকারীদের জোরালো দাবির মুখে সোমবার তার পদত্যাগের ঘোষণা আসে।
নাম প্রকাশে অনিচ্ছুক একজন কর্মকর্তার বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, প্রধানমন্ত্রী ইতোমধ্যেই প্রেসিডেন্টের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন।
এএনআই-এর খবরে বলা হয়েছে, মাহিন্দা রাজাপাকসের পদত্যাগের ফলে সংকটাপন্ন দেশে একটি নতুন মন্ত্রিসভা গঠনের পথ প্রশস্ত হবে।
শ্রীলঙ্কার ডেইলি মিরর জানিয়েছে, শুক্রবার রাষ্ট্রপতি গোটবায়া রাজাপাকসে দেশের চলমান রাজনৈতিক সংকটের সমাধান হিসাবে প্রধানমন্ত্রীকে পদত্যাগ করার জন্য একটি বিশেষ বৈঠকে অনুরোধ জানিয়েছিলেন। এর কয়েক দিনের মাথায় সোমবার তার পদত্যাগের ঘোষণা এলো।
Leave a Reply