December 22, 2024, 2:20 pm
দৈনিক কুষ্টিয়া অনলাইন/
ঝিনাইদহে হারিয়ে ফেলা ৬৬ হাজার টাকা ফেরত পেলেন ঝিনাইদহের মহেশপুরের বাসিন্দা জাহিদুল ইসলাম। সোমবার (৯ মে) সকালে দোকানদারের কাছ থেকে ওই টাকা উদ্ধার করে মালিকের হাতে তুলে দেন মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মিয়া।
জাহিদুল ইসলাম জানান, রোববার (৮ মে) মহেশপুর চৌগাছা বাসস্ট্যান্ডে একটি চায়ের দোকানে চা পান করে চলে যাওয়ার সময় টাকাসহ তার ব্যাগটি নিতে ভুলে যান। মহেশপুর নাটিমা বাজারে পৌঁছালে বুঝতে পারেন তিনি তার ব্যাগটি চায়ের দোকানে ফেলে এসেছেন। এরপর চায়ের দোকানে ফিরে গিয়ে দোকানটি বন্ধ দেখে বিপাকে পড়েন। তিনি বিষয়টি মহেশপুর থানা পুলিশকে জানান।
পরে পরিদর্শক (তদন্ত) ইসমাইল হোসেন ও উপ-পরিদর্শক (এসআই) আলিমুল ইসলাম তাৎক্ষণিকভাবে চায়ের দোকানদারকে খুঁজে বের করেন। চায়ের দোকানদারও ব্যাগের মালিকের খোঁজ করছিলেন বলে জানান। সোমবার জাহিদুলের হাতে টাকা বুঝিয়ে দেওয়া হয়।
মহেশপুর থানার ওসি সেলিম মিয়া বলেন, জাহিদুল ইসলাম তার টাকা হারানোর বিষয়টি আমাদের জানান। তাৎক্ষণিকভাবে আমরা এ বিষয়ে পদক্ষেপ নিই।
পরে চৌগাছা বাসস্ট্যান্ডে আশপাশের হোটেল ও লোকজনের সঙ্গে কথা বলে দোকানদারকে খুঁজে বের করে টাকার ব্যাগটি উদ্ধার করা হয়। উদ্ধার টাকা জাহিদুল ইসলামের হাতে তুলে দেওয়া হয়েছে।
Leave a Reply