December 22, 2024, 2:05 pm
দৈনিক কুষ্টিয়া অনলাইন/
ভারত ভ্রমনে বাংলাদেশি পাসপোর্ট যাত্রীদের ভারতীয় ইমিগ্রেশন ও স্বাস্থ্য কতৃপক্ষের নজীরবিহীন গাফিলতির মুখোমুখি হতে হচ্ছে বলে অভিযাগ উঠেছে, বেড়েছে হয়রানিও। এতে করে ভোগান্তি পোহাতে হচ্ছে।
অভিযোগে বলা হচ্ছে বেনাপোলে ইমিগ্রেশন কার্যক্রমে বাংলাদেশের লাগছে ২০ মিনিট, সেখানে ভারতের লাগছে ৭-৮ ঘন্টা !
বৃহস্পতিবার (৫ মে) বিকেলে ৫টার সময় নো ম্যান্স ল্যান্ড এলাকায় ৫০০-৬০০ পাসপোর্ট যাত্রী ভারতে প্রবেশের অপেক্ষায় থাকতে দেখা যায়।
নো ম্যান্স ল্যান্ডে ভারতে প্রবেশে অপেক্ষায় থাকা পাসপোর্ট যাত্রীরা জানান, বাংলাদেশ ইমিগ্রেশন হয়ে নো ম্যান্স ল্যান্ড পর্যন্ত আসতে তাদের দুই ঘন্টা সময় লেগেছে। কিন্তু তারা নো ম্যান্স ল্যান্ডের মধ্যেই দুই ঘন্টার অধিক সময় ধরে অপেক্ষায় থেকেও ভারতে প্রবেশ করতে পারেনি। তবে তারা আর কয় ঘন্টা আপেক্ষা করলে ভারতে প্রবেশ করতে পারবে বলে হতাশা প্রকাশ করেন।
ভারত ভ্রমন শেষে বাংলাদেশে ফেরত আসা পাসপোর্ট যাত্রীরা জানান, ভারতীয় স্বাস্থ্য বিভাগ প্রতিটি পাসপোর্ট যাত্রীর করোনা টেস্ট করে ভারতীয় ইমিগ্রেশনে প্রবেশ করাছে। এর পর ইমিগ্রেশনেও পাসপোর্টের কার্যক্রম শেষ করতে অধিক সময় নিচ্ছে ইমিগ্রেশন কর্মকর্তারা। এতে করে এক জন পাসপোর্ট যাত্রীর স্বাস্থ্য বিভাগ ও ইমিগ্রেশন হয়ে ভারতে প্রবেশ করতে সময় লাগছে ১০ থেকে ১৫ মিনিট। এতে করে তাদের বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করতে ৭-৮ ঘন্টা সময় লাগছে।
বেনাপোল স্থলবন্দর সহকারিপরিচালক (ট্রাফিক) সঞ্জয় বাড়ৈ জানান, গত মাসে ভারতীয় হাইকমিশন পর্যটন ভিসা চালু করেছে। এতে চলতি মাসে বেনাপোল দিয়ে ভারতে পাসপোর্ট যাত্রীদের যাতায়াত বেড়েছে। এছাড়া ঈদের ছুটি থাকায় ভ্রমন পিপাসুরা এখন ভারত ভ্রমনে যাচ্ছে। এতে করে পাসপোর্ট যাত্রীর চাপ বেড়েছে বলে জানান তিনি।
বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজু আহমেদ কোন মন্তব্য করতে চাননি।
Leave a Reply