দৈনিক কুষ্টিয়া অনলাইন/
চুয়াডাঙ্গায় একটি অরক্ষিত রেলসেতুর ওপর দাঁড়িয়ে ট্রেনের সাথে নিজের ভিডিও তৈরির সময় ট্রেনের ধাক্কায় এক বালকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় জেলার আলমডাঙ্গা উপজেলার গঙ্গা-কপোতাক্ষ (জিকে) খালের লালব্রিজে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মোহাম্মদ হুসাইন (১১) আলমডাঙ্গার কামালপুর গ্রামের ফারুক হোসেনের ছেলে।
ঘটনা প্রত্যক্ষ করেছেন এমন অনেকের উদ্বৃত করে আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম জানান হুসাইন ও তার দুই বন্ধু সন্ধ্যার দিকে ওই সেতুতে দাঁড়িয়ে একটি চলন্ত ট্রেনের সঙ্গে ভিডিও তৈরি করছিল।
ওসি জানান ব্রিজটি খুবই সংকীর্ণ এবং ট্রেন উঠলে পাশে কোন জায়গা অবশিষ্ট থাকে না। ট্রেন লালব্রিজে উঠলে পরিস্থিতি বুঝতে পেরে হুসাইনের দুই বন্ধু পানিতে ঝাঁপ দেয়। কিন্তু মোবাইল ফোন নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কায় হুসাইন পানিতে লাফ দেয়ার বিষয়ে সিদ্ধান্তহীনতায় ভুগতে থাকে। ঐ অবস্থাতেই ট্রেন এসে ধাক্কা দেয়। ট্রেনের ধাক্কায় খালের পানিতে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
আলমডাঙা রেলওয়ে পুলিশ লাশটি উদ্ধার করে কুষ্টিয়ার পোড়াদহ রেলওয়ে থানা-পুলিশের কাছে হস্তান্তর করে। কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ময়না তদন্ত শেষে রাতেই লাশটি পরিবারের কাছে হন্তান্তর করা হয়।
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর : ড. আমানুর আমান,এম.ফিল (আইইউকে), পিএইচডি ( এনবিইউ- দার্জিলিং)
ব্যবস্থাপনা সম্পাদক: শাহনাজ আমান।
কার্যালয়:- থানা ট্রাফিক মোড়, কুষ্টিয়া।মোবাইল- ০১৭১৩-৯১৪৫৭০, ইমেইল: info.dailykushtia@gmail.com
ই-পেপার কপি