January 7, 2025, 2:09 am
দৈনিক কুষ্টিয়া অনলাইন/
বিগত দিনের মতো এবারও বড় ধরনের চাপ দেখা দিয়েছিল দৌলতদিয়া-পাটুরিয়া ফেরিঘাটে। তবে রোববার থেকে ঘাট এলাকায় ঘরমুখী যাত্রী ও যানবাহনের চাপ কমে গেছে। আজ সোমবার শেষ মুহূর্তে পাটুরিয়া ঘাট এলাকা একেবারেই স্বাভাবিক রয়েছে। এমনকি চাপ না থাকায় আপাতত বসে আছে ৪টি ফেরি। কাজ করছে ১৭টি ফেরি।
ঘাট পার হতে আসা যাত্রী ও যানবাহনগুলো ঘাটে আসামাত্রই ফেরিতে উঠে নৌপথ পার হচ্ছে। ঘরমুখী এসব যাত্রী ও যানবাহনের চালকদের এবারের ঈদযাত্রায় পাটুরিয়া ফেরিঘাট ভোগান্তি ছাড়াই নৌপথ পার হয়েছে বলে দাবি করছে ফেরিঘাট কর্তৃপক্ষ।
সরেজমিনে সোমবার (২ মে) সকাল সোয়া ৯টার দিকে পাটুরিয়া ফেরিঘাট এলাকা ফাঁকা দেখা গেছে। ঘাট এলাকায় নেই ঘরমুখী যাত্রী ও যানবাহনের চাপ। তবে সকাল সাড়ে ৯টার পর থেকে দু-একটি করে যাত্রাবাহী বাস ও কিছু যাত্রীদের ঘাটে আসার পরপরই ফেরিতে উঠে নদী পরা হতে দেখা গেছে।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) আরিচা কার্যালয়ের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) শাহ মো. খালেদ বলেন, যাত্রী ও যানবাহনের শ্রমিকদের তেমন ভোগান্তি পোহাতে হয়নি পাটুরিয়া ফেরিঘাটে। বলা চলে ভোগান্তি ছাড়াই নৌপথ পার হয়ে প্রিয়জনদের সাথে ঈদ করতে বাড়ি ফিরেছে সবাই।
তিনি জানান এই নৌপথে ছোট-বড় মিলে ২১টি ফেরি চলাচল করছে। গত ২৪ ঘণ্টায় নৌপথের উভয় ফেরিঘাট দিয়ে সাড়ে ৯ হাজার যানবাহন পারাপার হয়েছে। এর মধ্যে শুরু পাটুরিয়া দিয়ে পার হয়েছে যাত্রীবাহী বাস ৮১০টি, ৬৩২টি ট্রাক, ছোট গাড়ি ২৭৯৯টি এবং ২৫০০টি মোটরসাইকেল।
আজ সকাল ৬টা থেকে ১০টা পর্যন্ত ৬৯টি বাস, ৭০টি ট্রাক এবং ৪৭০টি ছোট গাড়ি পাটুরিয়া ফেরিঘাট দিয়ে পার হয়েছে।
ঢাকা থেকে কুষ্টিয়া ফিরেছেন এমন অনেতের সাথে কথা বলে জানা গেছে যাত্রীবাহী গাড়ীগুলো অনেক ক্ষেত্রে ৪ বা সাড়ে ৪ ঘন্টায় কুষ্টিয়া পৌছে যাচ্ছে।
Leave a Reply