December 22, 2024, 8:55 am
দৈনিক কুষ্টিয়া অনলাইন/
কুষ্টিয়ায় ক্ষমতাসীন আওয়ামী লীগের দুই স্থানীয় নেতার প্রভাব বিস্তারের দ্বন্দ্বে এক রক্তক্ষয়ী সংঘর্ষে নিহত ৪ নিহত হয়েছেন। আজ সোমবার সন্ধ্যায় এ সংঘর্ষেও ঘটনা ঘটে।
এতে মহিলাসহ আহত হয়েছেন আরো ১৫ জন।
ঘটনা ঘটেছে কুষ্টিয়া সদর উপজেলার ঝাউদিয়া ইউনিয়নের আস্তানগর গ্রামে।
নিহতরা হলো কুষ্টিয়া সদর উপজেলার আস্তানগর গ্রামের মৃত হোসেন আলীর ছেলে কাশেম( ৫০) মোঃ দাদ মন্ডলের ছেলে লাল্টু (৩০), আবুল মালিথার ছেলে রহিম (৫০) ও আফজাল মন্ডলের ছেলে মতিয়ার (৪০)।
ইসলামী বিশ^বিদ্যালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুস্তাফিজুর রহমান জানান, দীর্ঘদিন ধরে ঝাউদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান কেরামত আলী বিশ্বাসের সাথে আরেক স্থানীয় আওয়ামীগ নেতা ফজলু মন্ডলের বিরোধ চলে আসছিলো।
সোমবার ইফতারের আগে কেরামত আলী বিশ্বাসের লোকজন ফজলু মন্ডলের লোকজনের সাথে স্থানীয় একটি বাজারে তর্কে লিপ্ত হয়। এক পর্যায়ে কেরামতের লোকজন ফজলুর লোকেদের উপর অতর্কিত হামলা চালায়।
ঘটনা ছড়িয়ে পড়লে উভয় পক্ষ দেশীয় অস্ত্রেশস্ত্রে সজ্জিত হয়ে মারামারির প্রস্তুতি নেয়। এরপর ইফতার শেষ হওয়ার সাথে সাথেই তারা সংঘর্ষে জড়িয়ে পড়ে। আধাঘন্টার সংঘর্ষে ঘটনাস্থলেই আহত হন উভয় পক্ষের প্রায় ৩০ জন। এদেও মধ্যে ঘটনাস্থলে মারা যান ৪ জন।
আহত অন্তত পনেরো জনকে চিকিৎসার জন্য কুষ্টিয়া সদর হাসপাতালে টিকিঃসা দেয়া চলছে। তাদের মধ্যে ৮ জনের অবস্থা আশংকাজনক বলে হাসপাতাল সুত্রে জানা গেছে।
ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতয়েন করা হয়েছে।
এলাকা জুড়ে এখন থমথমে অবস্থা বিরাজ করছে।
Leave a Reply