December 24, 2024, 6:44 pm
দৈনিক কুষ্টিয়া অনলাইন/
তুরস্কে সফররত বাংলাদেশের প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী তুরস্কের আঙ্কারায় তুর্কি জাতির পিতা কামাল আতাতুর্কের সমাধিতে পুষ্পস্তবক অর্পন করে শ্রদ্ধা নিবেদন করেছেন। ২৫ এপ্রিল, সোমবার সমাধিতে পুষ্পস্তবক অর্পন করে সেখানে তিনি দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করেন। পরবর্তীতে সমাধিস্থলে ভিজিটর’স বইতে লিখেন। এসময় তুরস্ক সরকারের স্থানীয় প্রশাসনের এবং বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
সেখানে ভিজিটর’স বইতে প্রধান বিচাপতি লেখেন :
“I am very honoured to be able to visit Anitkabir and pay respect to the memories of great Turkish leader Mustafa Kemal Atatürk, whose progressive reforms and secular outlook not only shaped the modern Turkey, but also inspired millions of people around the world.
The people of Bangladesh have high reverence for Kemal Ataturk. Bangladesh and Turkey enjoy excellent bilateral relations. I wish this bond will grow even stronger in future.
I thank the Turkish government and the authorities of Anıtkabir for welcoming me here. I wish the brotherly people of this beautiful country continuous peace, prosperity and happiness.
Long live Bangladesh-Turkey friendship!” (অনিতকবির পরিদর্শন করতে পেরে এবং মহান তুর্কি নেতা মোস্তফা কামাল আতাতুর্কের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে পেরে আমি অত্যন্ত সম্মানিত, যার প্রগতিশীল সংস্কার এবং ধর্মনিরপেক্ষ দৃষ্টিভঙ্গি শুধুমাত্র তুরস্ককে আধুনিক রূপ দেয়নি, বরং সারা বিশ্বের লক্ষ লক্ষ মানুষকে অনুপ্রাণিত করেছে।
কামাল আতাতুর্কের প্রতি বাংলাদেশের জনগণের গভীর শ্রদ্ধা রয়েছে।বাংলাদেশ ও তুরস্কের মধ্যে চমৎকার দ্বিপাক্ষিক সম্পর্ক রয়েছে। আশা করি ভবিষ্যতে এই বন্ধন আরও মজবুত হবে।
আমাকে এখানে স্বাগত জানানোর জন্য আমি তুর্কি সরকার এবং আনিতকাবির কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই।আমি এই সুন্দর দেশের ভ্রাতৃপ্রতিম জনগণের অব্যাহত শান্তি, সমৃদ্ধি এবং সুখ কামনা করছি।
বাংলাদেশ-তুরস্কের বন্ধুত্ব দীর্ঘজীবী হোক!”)
উল্লেখ্য, সাংবিধানিক আদালতের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দিতে শনিবার তুরস্কে গেছেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। আদালতের প্রেসিডেন্ট প্রফেসর ড. জুহতু আর্সানাল তাকে আমন্ত্রন জানান। তুরস্কের বিচার বিভাগের মৌলিক চারটি কাঠামোর প্রধান কাঠামোটি হচ্ছে সাংবিধানিক আদালত। ১৯৬১ সালে এ আদালত প্রতিষ্ঠা করা হয়। এ বছর সাংবিধানিক এ প্রতিষ্ঠানটির ৬০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করছে তুরস্কের বিচার বিভাগ।
শনিবার প্রধান বিচারপতি তুরস্কের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন। সেখানে ২৯ এপ্রিল পর্যন্ত অবস্থান করবেন।
এই সময় পর্যন্ত অথবা প্রধান বিচারপতি পুনরায় নিজ দায়িত্ব গ্রহণ না করা পর্যন্ত আপিল বিভাগের বিচারপতি মো. নূরুজ্জামানকে প্রধান বিচারপতির কার্যভার পালনের দায়িত্ব দিয়েছেন রাষ্ট্রপতি।
Leave a Reply