December 22, 2024, 7:57 am
হুমায়ুন কবির, খোকসা/
কুষ্টিয়ার খোকসা উপজেলায় দিনব্যাপী ১৫০ জন পাট চাষীদের প্রশিষণ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে উপজেলা প্রশাসন ও পাট অধিদপ্তর কর্তৃক পাট উৎপাদনকারী ১৫০ জন পাট চাষীকে প্রশিক্ষণ উপজেলা মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহি অফিসার মোহাম্মদ ইসহাক আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কুষ্টিয়া জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক সুশান্ত কুমার প্রমানিক, কুষ্টিয়া জেলা বিএডিসি সহকারী পরিচালক পাটবীজ মোঃ আবু নাসের খান, খোকসা উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সবুজ কুমার সাহা উপজেলা পাট অফিসার মোঃ পলাশ কুমার সাহা ও উপসহকারী কৃষি কর্মকর্তা জিল্লুর রহমান।
দিনব্যাপী উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত ১৫০ জন কৃষকরা উন্নত প্রযুক্তিনির্ভর পাট পাট বীজ উৎপাদন এবং সম্প্রসারণ শীর্ষক প্রকল্পের আওতায় বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ গ্রহণ করেন।
” সোনালী আঁশের সোনার দেশ, মুজিব বর্ষে বাংলাদেশ ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে এবছর সারাদেশে পাট চাষীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত হচ্ছে।
এরই অংশ হিসেবে উপজেলা পাট অফিসের উদ্যোগে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
উক্ত প্রশিক্ষণ অনুষ্ঠানে বক্তারা উন্নত প্রযুক্তিনির্ভর এবং উন্নত পাট বীজ প্রয়োগ করে সরকারি সকল সুযোগ সুবিধা ভোগ করে কৃষক পর্যায়ে আরো উন্নত পরিশোধিত পাট উৎপাদন করতে কৃষকদের উদ্বুদ্ধ করা হয়।
পরে উপজেলা কয়টি ইউনিয়ন ও একটি পৌরসভা থেকে বাছাইকৃত ১৫০ জন কৃষকের হাতে দিনব্যাপী প্রশিক্ষণের সম্মানী ভাতা ও পাটের তৈরি ব্যাগ প্রদান করা হয়।
Leave a Reply