December 22, 2024, 7:53 am
দৈনিক কুষ্টিয়া অনলাইন/
কুষ্টিয়া জেলা প্রশাসনের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিলে অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ১৮ এপ্রিল বিকাল থেকেই সার্কিট হাউজ লন টেনিস মাঠে উপস্থিত হতে থাকে কুষ্টিয়ার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। এসময় জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল ইসলাম, ডিডিএলজি মৃনাল কান্তি দে সহ জেলা প্রশাসনের কর্মকর্তারা প্রবেশপথে অতিথিদের স্বাগত জানান।
ইফতার পূর্ব সংক্ষিপ্ত আলোচনা সভায় জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয়ের সাবেক সচিব, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা রশিদুল আলম ।
প্রধান অতিথি তার বক্তব্যের শুরুতে কুষ্টিয়া বাসীকে আসন্ন ঈদের অগ্রীম শুভেচ্ছা জানান। সুন্দর গোছানো ইফতার ও দোয়া মহফিল আয়োজনের জন্য কুষ্টিয়া জেলা প্রশাসনকে ধন্যবাদ দেন।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কুষ্টিয়ার পুলিশ সুপার খায়রুল আলম, বিজ্ঞ জেলা ও দায়রা জজ শেখ আবু তাহের, চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট তারেক আজিজ, কুষ্টিয়া নাগরিক কমিটির সভাপতি ও মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ ডাঃ এস এম মুসতানজীদ, সাধারণ সম্পাদক ও ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক ট্রেজারার অধ্যাপক ড. সেলিম তোহা, সদস্য লেখক গবেষক ড. আমানুর আমান, জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব সদর উদ্দীন খান, সাধারণ সম্পাদক আজগর আলী, জজ কোর্টের বিজ্ঞ জিপি এ্যাড. আ.স.ম আক্তারুজ্জামান মাসুম, বিএমএর সাধারণ সম্পাদক ডাঃ এএফএম আমিনুল হক রতন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান আতা, দৌলতপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. এজাজ আহম্মেদ মামুন, কুষ্টিয়া সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর কাজী মনজুর কাদির, প্রবীণ আওয়ামী লীগ নেতা শেখ গিয়াস উদ্দীন আহমেদ মিন্টু, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম, বাংলাদেশ ভারত সম্প্রীতি পরিষদ কুষ্টিয়া শাখার সাধারণ সম্পাদক বাবু নিতাই কুমার কুন্ডু, বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদ কুষ্টিয়া শাখার সাধারণ সম্পাদক বাবু সুনীল কুমার প্রমুখ। জেলা প্রশাসনের ইফতার মাহফিলটি কুষ্টিয়ার সকল শ্রেণী পেশার মানুষের মিলন মেলায় পরিণত হয়।
Leave a Reply