December 22, 2024, 2:33 pm
দৈনিক কুষ্টিয়া অনলাইন/
চুয়াডাঙ্গার দামুড়হুদায় দুর্র্ধষ ডাকাতির ঘটনা ঘটেছে। এসময় নগদ ৫০ হাজার টাকাসহ দুই লক্ষাধিক টাকার স্বর্ণালঙ্কার লুট করেছে ডাকাত দল।
আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৭ টার দিকে দামুড়হুদা উপজেলার বিষ্ণুপুর ব্রীজের কাছে ওই ঘটনা ঘটে।
তবে, ছিনতাইয়ের ঘটনা ঘটেছে ডাকাতি নয় বলে দাবি পুলিশের।
ভুক্তভোগী কোষাঘাটা গ্রামের মুরগী ব্যবসায়ী জয়নাল আবেদীন জানান, সন্ধ্যায় মুরগী বিক্রি করে বাড়ি ফিরছিলাম। এসময় বিষ্ণুপুর ব্রীজ পার হলে হঠাৎ ৪-৫ জন লোক আমার রাস্তা আটকায়। পরে আমার কাছে থাকা মুরগী বিক্রি করা ৪০ হাজার টাকা কেড়ে নেয় তারা। তাদের মুখ গামছা দিয়ে বাঁধা ছিল। হাতে ছিল ধারালো অস্ত্র।
বিষ্ণুপুর গ্রামের ভবেশ কর্মকার জানান, চুয়াডাঙ্গা থেকে জরুরী কাজ শেষে ফেরার সময় বিষ্ণুপুর ব্রীজের কাছে আমার গতিরোধ করে ডাকাত দল। পরে আমার পকেটে থাকা ৩ হাজার টাকা ছিনিয়ে নেয় তারা।
তিনি আরও জানান, একই সময় চুয়াডাঙ্গা থেকে ফেরার পথে বিষ্ণুপুর গ্রামের মালয়েশিয়া প্রবাসী আলমগীর হোসেনের স্ত্রী ও তার ভাই আল আমিনের স্ত্রী এবং মেয়ের কাছ থেকে নগদ টাকা, কানের দুল, রুলি বালা ও স্বর্ণের চেন কেড়ে নেয় তারা।
এলাকাবাসী ও গরু ব্যবসায়ীদের অভিযোগ, ঘটনার সময় ওই এলাকায় পুলিশি টহল ছিল না। এর আগেও কয়েকবার ডাকাতির কবলে পড়েছেন গরু ব্যবসায়ীরা। আজকেও হয়তো সেটাই টার্গেট ছিল। পুলিশ যদি নিয়মিত টহল দিত তাহলে এমন হতো না। অবশ্যই ঈদের আগে টহল জোরদার করা প্রয়োজন।
এ বিষয়ে দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ জানান, কোন ডাকাতির ঘটনা ঘটেনি। ঝড়- বৃষ্টির মধ্যো ২-৩ জন মুখোশধারী ছিনতাইয়ের ঘটনা ঘটিয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। তবে, এখনও কেউ অভিযোগ দেয়নি।
Leave a Reply