December 22, 2024, 9:05 am
দৈনিক কুষ্টিয়া অনলাইন/
প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রত্যেক জেলাকে নিজ নিজ শিল্প-সংস্কৃতিকে বিশে^র দরবারে তুলে ধরার আহবান জানিয়েছেন। তিনি বলেছেন দেশের প্রতিটি জেলাই স্ব স্ব সাহিত্য, সংস্কৃতি-শিল্পের এক একটি আধার, প্রাণ-প্রাচুর্য্যে ভরা। এগুলো বিশে^র দরবারে উপস্থাপন করতে হবে। বাংলাদেশকে তুলে ধরতে হবে। ইতোমধ্যে সারাবিশ^ আমাদের মুল্যবান সব সাহিত্য-সংস্কৃতি সম্বন্ধে অবগত। কয়েকটির স্বীকৃতিও মিলেছে।
বুধবার (১৩ এপ্রিল) বেলা ১১টায় গণভবন থেকে ভিডিও কনফরেন্সের মাধ্যমে দেশের দ্বিতীয় বৃহত্তম কুষ্টিয়া শিল্পকলা একাডেমি ভবন ও খুলনা, জামালপুর, নারায়নগঞ্জ, পাবনা, মানিকগঞ্জ, মৌলভীবাজার এবং রংপুরসহ দেশের আট জেলার শিল্পকলা একাডেমি ভবনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় সংস্কৃতি প্রতিমন্ত্রী কেএম খালিদের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক নাট্য ব্যক্তিত্ব লিয়াকত আলী লাকী, উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক সচিব আবুল মনসুর।
শিল্পকলা একাডেমি ভবন উদ্বোধনের সময় কুষ্টিয়া প্রান্তে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে উপস্থিত ছিলেন- কুষ্টিয়া-৪ (কুমারখালী-খোকসা) আসনের সংসদ সদস্য সেলিম আলতাফ জর্জ, পুলিশ সুপার খাইরুল আলম, কুষ্টিয়া পৌর মেয়র আনোয়ার আলী, জেলা পরিষদ চেয়ারম্যান রবিউল ইসলাম, জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খান, সাধারণ সম্পাদক আজগর আলী, কুষ্টিয়া শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম, বিশিষ্ট লেখক ও গবেষক ড. আমানুর আমান, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাজহারুল আলম সুমনসহ মুক্তিযোদ্ধা কমান্ড, সাংবাদিক, ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ প্রমুখ উপস্থিত ছিলেন।
কুষ্টিয়ার জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল ইসলাম সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেন।
Leave a Reply