দৈনিক কুষ্টিয়া অনলাইন/
মেহেরপুর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ পাচারকারীদের কাছ থেকে চারটি আমেরিকান কালো শকুন (বø্যাক ভালচার) উদ্ধার করেছে। এ সময় তিনজন পাচারকারীকে গ্রেপ্তার করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে তাদের এক বছর করে কারাদন্ড দেয়া হয়।
মেহেরপুর ডিবি পুলিশের অফিসার ইনচার্জ সাইফুল আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে তার নেতৃত্বে এসআই অজয় কুমার কুন্ডু, সুলতান মাহমুদসহ সঙ্গীয় ফোর্স বেলা সাড়ে ৪টার দিকে অভিযান চারিয়ে মেহেরপুরের সীমান্ত লাগোয়া মুজিবনগর উপজেলার রতনপুর গ্রাম থেকে ৩ জনকে আটক করে। এদের কাছ থেকে ঐ পাখিগুলো উদ্ধার করা হয়। পাখিগুলো ভারতে পাচার করার চেষ্টা চলছিল।
ঐ পুলিশ কর্মকর্তা জানান ঐ কালো শকুনের ইংরেজি নাম বø্যাক ভালচার। আমেরিকার কালো শকুন নামেও পরিচিত। যুক্তরাষ্ট্রের দক্ষিণ-পূর্বাংশ থেকে দক্ষিণ আমেরিকার চিলি ও আর্জেন্টিনা পর্যন্ত দেখতে পাওয়া যায় এদের। টার্কি ভালচারের মতো এদের সচরাচর দেখা গেলেও এরা খুব সীমিত অঞ্চলে বাস করে। টার্কি শকুন কানাডা থেকে টিয়েরা দেল ফুয়েগো পর্যন্ত দেখতে পাওয়া যায়। নামে এবং চেহারায় মিল থাকা সত্ত্বেও এরা ইউরাসিন ব্ল্যাক ভালচার থেকে আলাদা। ইউরাসিন ব্ল্যাক ভালচার একসিপিট্রিডি পরিবারের সদস্য। ঈগল, বাজপাখি, চিলও এই একই পরিবারের সদস্য। আর আমেরিকার কালো শকুন ক্যাথারটিডি পরিবারের সদস্য। ৪টি পাখির বাজার মূল্য প্রায় ২ লাখ টাকা।
তিনি আরও জানান ওই ব্যক্তিরা দীর্ঘদিন ধরে বাংলাদেশ থেকে বিভিন্ন জাতের বিদেশি পাখি ধরে ভারতে পাচার করে আসছিল।
আটক তিনজনকে মোবাইল কোর্টের হাতে সোপর্দ করা হয়। এবার হলেন মেহেরপুরের মুজিবনগর উপজেলার আনন্দবাস গ্রামের লিয়াজ মল্লিকের ছেলে জাকের আলী, মুনসুর আলীর ছেলে আজগর আলী এবং গোপালনগর গ্রামের আলাই মন্ডলের ছেলে মজিবর রহমান।
মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুজন সরকার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, বন্য প্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন, ২০১২ এর ৩৪ এর খ ধারায় তিনজনকে এক বছর করে কারাদন্ড দেওয়া হয়।
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর : ড. আমানুর আমান,এম.ফিল (আইইউকে), পিএইচডি ( এনবিইউ- দার্জিলিং)
ব্যবস্থাপনা সম্পাদক: শাহনাজ আমান।
কার্যালয়:- থানা ট্রাফিক মোড়, কুষ্টিয়া।মোবাইল- ০১৭১৩-৯১৪৫৭০, ইমেইল: info.dailykushtia@gmail.com
ই-পেপার কপি