December 22, 2024, 12:45 pm
দৈনিক কুষ্টিয়া অনলাইন/
জন্মগতভাবেই শারীরিক প্রতিবন্ধী কুষ্টিয়া সদর উপজেলার ভাদালিয়ার নাসির। তার বয়স এখন ৩০ চলছে। হাঁটাচলা করতে না পারা নাসির বাড়িতেই কাটিয়ে দিয়েছেন জীবনের লম্বা সময়। সম্প্রতি নাসির বাইরে যেতে চাচ্ছিলেন খুব। ঘরে বাইনা ধরছিলেন বাবা-মায়ের কাছে। বাবা-মা তাকে বলছিলেন টাকার ব্যবস্থা হলেই কিনে দেবেন নাসিরের জন্য হুইল চেয়ার। কিন্তু সংসারের বাড়ন্ত অবস্থায় সেটি হয়ে উঠছিল না।
এগিয়ে এলেন কুষ্টিয়ার বেসরকারী সংস্থা দিশা। ৩ এপ্রিল দিশা এনজিওর অর্থায়নে নাসিরকে একটি আধুনিক হুইল চেয়ার দেওয়া হয়েছে। দিশা নির্বাহী পরিচালক রবিউল ইসলাম নাসিকে হুইল চেয়ারে বসিয়ে দেন। এরকম ব্যবস্থায় হাসি ফুটে উঠে নাসিরের মুখে।
কুষ্টিয়ার পরিবেশ ও মানবাধিকার নিয়ে কাজ করা পরিবেশবিদ গৌতম কুমার রায় এটিকে মহত্তম কাজ বলে অভিহিত করেন। তিনি দিশা সংস্থাকে ধন্যবাদ জানান।
দিশার নিবার্হী রবিউল ইসলাম বলেন, বিশেষ চাহিদাসম্পন্ন এসব মানুষগুলো খুবই অসহায়। তাদের পাশে তিনি সবসময়ই ছিলেন এবং থাকবেন।
Leave a Reply