December 22, 2024, 12:37 pm
দৈনিক কুষ্টিয়া অনলাইন/
ফেয়ারের আয়োজনে সংস্থার কার্যালয়ে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ফেয়ারের চেয়ারম্যান এ্যাডভোকেট মঞ্জুরী বেগম এর সভাপত্বিতে উক্ত ইফতার ও দোয়া মাহফিলে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কুষ্টিয়া মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ ও নাগরিক কমিটির সভাপতি প্রফেসর ডা. এসএম মুসতানজিদ এবং ফেয়ারের নির্বাহী পরিষদের অন্যতম সদস্য এবং ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক ট্রেজারার প্রফেসর ড. সেলিম তোহা,
ইফতার ও দোয়া মাহফিলে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ফেয়ারের অন্যতম সদস্য বিশিষ্ট লেখক ও গবেষক দৈনিক কুষ্টিয়া ও দ্য কুষ্টিয়া টাইমসের সম্পাদক ও প্রকাশক ড. আমানুর আমান। বিশিষ্ট ব্যবসায়ী ও ভোরের পাখীর সভাপতি মোঃ নুরুল ইসলাম, দি কুষ্টিয়া চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি এর পরিচালক এসএম কাদেরী শাকিল, ফেয়ার এর সাবেক চেয়ারম্যান সামসুন নাহার সিমু, ফেয়ার এর ভাইস চেয়ারম্যান তাজনিহার বেগম ও বঙ্কিম চন্দ্র দেবনাথ, অর্থ সচিব কাজী রফিকুর রহমান, জেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সাধারণ সম্পাদক এ্যাড. মোসাদ্দেক আলী মনি, কলকাকলি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জেবুননিসা সবুজ,সম্মিলিত সামাজিক আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সদস্য কারশেদ আলম, ওয়াকার্স পার্টির সাধারণ সম্পাদক কমরেড হাফিজ সরকার প্রমুখ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ফেয়ার এর পরিচালক দেওয়ান আখতারুজ্জামান। আলোচনা শেষে দোয়া ও মোনাজাত পরিচালিত হয়। দোয়া পরিচালনা করেন ফেয়ার সদস্য মো: আব্দুস সালাম।
Leave a Reply