দৈনিক কুষ্টিয়া অনলাইন/
রমজান মাসে শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদান কার্যক্রম পরিচালনার জন্য নতুন সময়সূচি ঘোষণা করেছে সরকার। বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কোভিড-১৯ পরিস্থিতিতে শিক্ষা প্রতিষ্ঠানে শ্রেণি কার্যক্রম বন্ধ থাকায় শিখন ঘাটতি পূরণে পবিত্র রমজান মাসে শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদান কার্যক্রম পরিচালনার লক্ষ্যে নতুন সময়সূচি অনুসরণ করে শ্রেণি কার্যক্রম পরিচালনার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এক শিফটের প্রতিষ্ঠানে সকাল সাড়ে ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত এবং
২ শিফটের প্রতিষ্ঠান- প্রভাতি শাখা সকাল সাড়ে ৮টা থেকে সকাল ১১টা ১০ মিনিট পর্যন্ত চলবে। এ ছাড়া দিবা শাখা সকাল সাড়ে ১১টা থেকে দুপুর ২টা ১০ মিনিট পর্যন্ত চলবে।
এ ছাড়া বলা হয়েছে, ২ শিফটের জন্য প্রতিদিন ৪টি ক্লাস। এক শিফটের জন্য প্রতিদিন ৫টি ক্লাস অনুষ্ঠিত হবে। এ জন্য শিক্ষা প্রতিষ্ঠানগুলো তাদের নিজদের মতো রুটিন তৈরি করবে।
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর : ড. আমানুর আমান,এম.ফিল (আইইউকে), পিএইচডি ( এনবিইউ- দার্জিলিং)
ব্যবস্থাপনা সম্পাদক: শাহনাজ আমান।
কার্যালয়:- থানা ট্রাফিক মোড়, কুষ্টিয়া।মোবাইল- ০১৭১৩-৯১৪৫৭০, ইমেইল: info.dailykushtia@gmail.com
ই-পেপার কপি