February 5, 2025, 2:49 pm
দৈনিক কুষ্টিয়া অনলাইন/
রমজান মাসে সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের অফিস সময় সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত নির্ধারণ করেছে সরকার।
আজ সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সাংবাদিকদের বলেন, ‘রমজান মাসে রোববার থেকে বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত অফিস সময় নির্ধারণ করা হয়েছে।’
তিনি আরও বলেন, ‘জোহরের নামাজের জন্য দুপুর সোয়া ১টা থেকে দেড়টা পর্যন্ত ১৫ মিনিটের বিরতি থাকবে।’
‘বাংলাদেশ ব্যাংকের গভর্নর জানিয়েছেন, রমজানে ব্যাংকগুলোর অফিস সময় সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত হবে,’ যোগ করেন তিনি।
এ ছাড়াও, সুপ্রিম কোর্ট জনস্বার্থ বিবেচনা করে তাদের নিয়ম অনুসরণ করে রমজানে অফিস সময় পুনঃনির্ধারণ করবে।
Leave a Reply