February 5, 2025, 2:41 pm
দৈনিক কুষ্টিয়া অনলাইন/
দীর্ঘ দিনের চলে আসা রমজানে শিক্ষকদের ইচ্ছাধীন ক্লাস গ্রহন অথবা গ্রহন নয় প্রক্রিয়া থেকে বের হতে পেরেছে কুষ্টিয়ার ইসলামী বিশ^বিদ্যালয়। এই প্রথমবারের মতো পুরোদমে শ্রেণি কার্যক্রম চালু রাখার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
আগামী ২০ এপ্রিল অর্থাৎ ১৮ রমজান পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ক্লাস-পরীক্ষা চলবে। বিভাগসমুহ, প্রভোস্ট ও ডিনদের সঙ্গে প্রশাসনের মতবিনিময়সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে।
সোমবার রেজিস্ট্রার দপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়।
একইসাথে স্ব স্ব বিভাগ তাদের সিদ্ধান্ত মোতাবেক পরীক্ষাসমূহ গ্রহণ করবে।
রমযানে অফিসসমুহেও পরিবর্তন আনা হয়েছে। এ সময়ে সকাল ৯টা হতে দুপুর ৩টা পর্যন্ত অফিস সময় নির্ধারণ করা হয়েছে।
বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মিজানুর রহমান রমজানে অফিসিয়ালি ক্লাস-পরীক্ষা চালু রাখার সিদ্ধান্ত ইতিবাচক বলে অভিহিত করেছেন।
এদিকে শিক্ষার্থীদের মধ্যে ইতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি হলেও অনেকেই এরপরও নিয়মিত ক্লাস হবার ব্যাপারে সন্দেহ প্রকাশ করেছে। তারা বলেছে নিয়মিত ক্লাস না হওয়া এই বিশ^বিদ্যালয়ের অন্যতম বৈশিষ্ট। সেটা নিয়ম করে কতটুকু কার্যকর করা যাবে সন্দেহ রয়েছে।
Leave a Reply