December 22, 2024, 10:09 am
দৈনিক কুষ্টিয়া অনলাইন/
কুষ্টিয়ার মিরপুরে ১৩ বছর আগে অপহরণের পর ফিরোজ আহম্মেদ কাজল (২২) নামে এক যুবককে হত্যার অপরাধে আটজনের যাবজ্জীবন সশ্রম কারাদন্ড দেয়া হয়েছে। বৃহস্পতিবার (২৪ মার্চ) দুপুরে কুষ্টিয়ার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. তাজুল ইসলাম এ রায় দেন।
আদালত সাথে সাজাপ্রাপ্ত প্রত্যেককে ২৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
দণ্ডপ্রাপ্তরা হলেন- কুষ্টিয়ার মিরপুর উপজেলার কালিকাপুর গ্রামের মোয়াজ্জেম হোসেনের ছেলে মাসুদ, একই গ্রামের শের আলীর ছেলে সিদ্দিক, একই উপজেলার বরিয়া গ্রামের নুর ইসলাম মোল্লার ছেলে মাসুম মোল্লা, মেহেরপুরের গাংনী উপজেলার হাড়াভাঙ্গা গ্রামের আজগর আলীর ছেলে গিয়াস, একই গ্রামের মৃত শের আলী মোল্লার ছেলে মেসকাত আলী মোল্লা, কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার সালিমপুর গ্রামের নূর মোহাম্মদ বিশ্বাসের ছেলে সোহেল, একই গ্রামের কালাম হোসেনের ছেলে ওয়াসিম রেজা এবং কুষ্টিয়া সদর উপজেলার চৌড়হাস উপজেলার রোডের মৃত লালন শেখের ছেলে জাকির হোসেন।
আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অনুপ কুমার নন্দী জানান ২০০৯ সালের ১২ জুলাই মিরপুর উপজেলার বরিয়া গ্রামের দেলবার হোসেনের বড় ছেলে ফিরোজ আহমেদ কাজলকে আসামিরা অপহরণের পর হত্যা করে। এ ঘটনায় মিরপুর থানায় নিহত কাজলের বাবা দেলবার বাদী হয়ে ১৩ জুলাই একটি হত্যা মামলা করেন।
মামলার তদন্ত শেষে ২০১৩ সালের ১ এপ্রিল আসামিদের বিরুদ্ধে আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করে পুলিশ।
রায়ের সময় সকল আসামীই আদালতে হাজির ছিলেন।
ট্যুরিস্ট পুলিশের হেড কোর্য়াটারে কর্মরত পুলিশ সুপার ও তৎকালীন কুষ্টিয়ার এএসপি আলমগীর হোসেন এই লাশ উদ্ধারে নেতৃত্ব দিয়েছিলেন। এসময় পরপর সিরিজ অভিযানে মোট চারটি লাশ উদ্ধার হয়। কাজলের লাশ তার অন্যতম। এর আগে গত ২১ মার্চ ঐ সময়ে উদ্ধারকৃত বেসরকারী সংস্থা কারিতাসের কৃষি ফার্মের কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন মুকুল হত্যাকান্ডে নিষিদ্ধ ঘোষিত পুর্ব বাংলা কম্যুনিষ্ট পার্টির ১৬ ক্যাডারকে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করে কুষ্টিয়ার অতিরিক্ত জেলা ও দায়রা জজ তাজুল ইসলাম।
যোগাযোগ করা হলে এসপি আলামগীর দৈনিক কুষ্টিয়াকে জানান একটি বড় চক্র এইসব হত্যাকান্ডের সাথে জড়িত ছিল। সেসময় এই চক্রের মুল হোতাদের অনেকইে ধরা হয়। অনেকেই ধরা-ছোঁয়ার বাইরে থেকে যায়। তিনি বিজ্ঞ আদালতের এই রায়ে সন্তুষ্টি প্রকাশ করে বলেন এদের কঠিনতর সাজা হওয়া দরকার।
Leave a Reply