December 22, 2024, 3:55 pm
দৈনিক কুষ্টিয়া অনলাইন/
খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারের সাথে সৌজন্য সাক্ষাত করেছেন কুষ্টিয়ার বিশিষ্ট ব্যবসায়ী অজয় সুরেকা। রবিবার কুষ্টিয়া সার্কিট হাউজে তিনি মন্ত্রীর সাথে মিলিত হন। খাদ্যমন্ত্রী সকালে কুষ্টিয়া সফরে আসেন। কুষ্টিয়ার খাজানগরে বেশ কয়েকটি চাল মিল ও কয়েকটি খাদ্যগুাদম পরিদর্শন শেষে তিনি কুষ্টিয়া জেলা প্রশাসকের কনফারেন্স রুমে এক বৈঠকে মিলিত হন। বৈঠক শেষ করে তিনি কুষ্টিয়া সার্কিট হাউজে আসেন।
অজয় সুরেকা এ সময় আসন্ন বোরো মৌসুমে কুষ্টিয়াতে সারের বর্তমান পরিস্থিতির বিষয়ে মন্ত্রীকে অবহিত করেন। অজয় সুরেকা ফার্টিলাইজার এসোসিয়েশনের কুষ্টিয়া জেলা শাখার সভাপতি। এসময় তার সাথে ছিলেন কুষ্টিয়া চেম্বারের পরিচালক ও লিয়াকত ডেইরী ফার্মের ব্যবস্থাপনা পরিচালক এসএম জাকির হোসেন।
দীর্ঘদিন ধরে কুষ্টিয়া জেলা জুড়ে নানামুখী ব্যবসায়ে জড়িত অজয় সুরেকা। বর্তমানে ডিস্ট্রিবিউশন ব্যবসায় বিশেষ দক্ষতা অজর্নকারী অজয় সুরেকা প্রায় ডজনেরও বেশী দেশ-বিদেশী কম্পানির লোকাল ডিস্টিবিউটর। ডিস্টিবিউশন ব্যবসার মধ্যে গ্রামীণ ফোন ও ইউনিলিভার বাংলাদেশ অন্যতম।
অজয় পরপর আটবার গ্রামীণ ফোনের বেস্ট ডিস্ট্রিবিউটর হাউজ হিসেবে খেতাব অর্জন করেন। অন্যদিকে, ইউনিলিভার বাংলাদেশের সফল ডিস্ট্রিবিউটর হিসেবে ব্যবসা করছেন ৫০ বছর ধরে। এছাড়া তিনি টানা ৫ম বারের মতো জেলা পর্যায়ে সর্বোচ্চ আয়কর প্রদানকারী।
কুষ্টিয়া, মেহেরপুর ও চুয়াডাঙ্গায় এই ব্যবসা বিস্তৃত রয়েছে। বর্তমানে এই প্রতিষ্ঠানের অধীনে প্রায় ৫০০’শর অধিক মানুষ কর্মরত রয়েছেন।
কোলকাতা বিশ্ববিদ্যালয় থেকে গ্রাজুয়েট অজয় সুরেকা ব্যবসার পাশাপাশি অজয় সুরেকা নানা সামাজিক কার্যক্রমের সাথে জড়িত। একটি সময়ে জড়িয়েছেন রাজনীতির সাথেও। তিনি বর্তমানে কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের কোষাধক্ষ্য’র পদ অলংকৃত করছেন। এছাড়া তিনি অগণিত প্রতিষ্ঠানের আজীবন ও সাধারণ সদস্য। এসব প্রতিষ্ঠানের নানা জনহিতকর কাজে তিনি নানাভাবে সহায়তা করে থাকেন। তিনি ঝড়েপড়া শিশুদের শিক্ষায় সহায়তা, অসহায় বয়স্কদের নিয়ে নানারকম জীবন-যাপন সহায়তা করে থাকেন।
Leave a Reply