দৈনিক কুষ্টিয়া অনলাইন/
গত ১৭ মার্চ কুষ্টিয়ার একটি সংবাদপত্রে কুষ্টিয়া জেলা বঙ্গবন্ধু পরিষদের নামে একটি সংবাদ প্রকাশিত হয়েছে। প্রকাশিত সংবাদের বিষয়ে বঙ্গবন্ধু পরিষদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া জেলা শাখার সভাপতি মতিউর রহমান লাল্টু ও কুষ্টিয়া জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক ড. আমানুর আমান জানান এ ধরনের একটি কর্মসূচীর বিষয়ে তারা মোটেও অবগত নন। তারা মনে করেন বঙ্গবন্ধু পরিষদের ব্যানারে এ ধরনের একটি কর্মসূচী কারো সাথে আলাপ না করে নিতান্তই ব্যক্তি-উদ্যোগে নেয়া হয়েছে। অধিকন্তু সেখানে বাংলাদেশ আওয়ামী লীগ ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের চেতনা ও আদর্শ বিরোধী বেশ কয়েকজন চিন্থিত ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন বলে বির্তক উঠেছে। এছাড়াও, ১৭ মার্চের জাতির পিতার জন্মদিনের কর্মসূচী ১৬ মার্চ পালন করা হয়েছে। পুরো বিষয়টিই খুব দু:খজনক।
দ্ব্যর্থহীন কন্ঠে ঘোষণা করা হচ্ছে যে বঙ্গবন্ধু পরিষদ কুষ্টিয়া জেলা শাখা তিন যুগেরও বেশী সময় ধরে বঙ্গবন্ধু, বাঙালী, বাংলাদেশ, মহান মুক্তিযুদ্ধ, স্বাধীনতার আর্দশ, অসা¤প্রদায়িক দৃষ্টিভঙ্গি ও সর্বোপরি স্বাধীনতার স্বপক্ষ শক্তির চেতনা লালিত একটি নির্ভীক সংগঠন হিসেবে কাজ করে আসছে। এই সংগঠনটিকে বিতর্কিত করার কোন সুযোগ নেই।
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর : ড. আমানুর আমান,এম.ফিল (আইইউকে), পিএইচডি ( এনবিইউ- দার্জিলিং)
ব্যবস্থাপনা সম্পাদক: শাহনাজ আমান।
কার্যালয়:- থানা ট্রাফিক মোড়, কুষ্টিয়া।মোবাইল- ০১৭১৩-৯১৪৫৭০, ইমেইল: info.dailykushtia@gmail.com
ই-পেপার কপি