January 3, 2025, 4:42 am
দৈনিক কুষ্টিয়া অনলাইন/
পরিবেশদূষণ রোধে প্রত্যেককে অন্তত একটি করে গাছ লাগাতে আহ্বান জানিয়েছেন দেশের প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। আজ বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের সামনের প্রাঙ্গণে এক বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান বিচারপতি এ আহ্বান জানান।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে এ কর্মসূচির আয়োজন করা হয়।
এর আগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মবার্ষিকী সকালে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।
প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী বলেন, ‘আপনারা জানেন, সারা বিশ্বে পরিবেশদূষণ দেখা যাচ্ছে। এখান থেকে যেভাবেই হোক আমাদের বেরিয়ে আসতে হবে। আসুন, আমরা সবাই মিলে অন্তত একটি করে গাছ লাগাই। দেশের ১৮ কোটি মানুষের প্রত্যেকে একটি করে গাছ লাগালে ১৮ কোটি গাছ লাগানো হবে। এতে পরিবেশদূষণ দূর হবে।’
কর্মসূচির অংশ হিসেবে সুপ্রিম কোর্টের সামনের প্রাঙ্গণে গাছ লাগিয়েছেন প্রধান বিচারপতি। এ সময় আপিল বিভাগের বিচারপতি মো. নূরুজ্জামান, বিচারপতি বোরহান উদ্দিন, বিচারপতি ওবায়দুল হাসান, বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি কৃষ্ণা দেবনাথ উপস্থিত ছিলেন। এ ছাড়া হাইকোর্ট বিভাগের বিচারপতিরাও উপস্থিতি ছিলেন।
পরে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের বিচারপতিরা প্রত্যেকে একটি করে গাছ লাগান। কর্মসূচিতে শতাধিক ফলদ গাছ লাগানো হয়।
এ ছাড়া কর্মসূচিতে দোয়া ও মোনাজাত হয়।
Leave a Reply