দৈনিক কুষ্টিয়া অনলাইন/
ঝিনাইদহের শৈলকূপা থেকে অবৈধভাবে মজুদ করা ৩২০ ব্যারেল সয়াবিন তেল জব্দ করা হয়েছে। মঙ্গলবার রাতে উপজেলার কবিরপুর বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুটি গুদাম থেকে এই তেল জব্দ করা হয়। শৈলকূপা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট পার্থ প্রতীম শীল এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, জব্দকৃত তেলের পরিমাণ ৬৫ হাজার লিটারের বেশি। প্রতিষ্ঠান দুটিকে ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
পার্থ প্রতীম শীল জানান, 'অবৈধভাবে সয়াবিন তেল মজুদ করে কিছু ব্যবসায়ী চড়া দামে বিক্রি করছে, এমন খবর পেয়ে কবিরপুর এলাকায় অভিযান চালানো হয়। সে সময় কবিরপুর এলাকার ব্যবসায়ী শংকর কুমার কুণ্ডুর গুদামে প্রায় ৩০০ ব্যারেল সয়াবিন তেল পাওয়া যায়। এর পরিমাণ ৬১ হাজার লিটারের বেশি হবে।'
এছাড়া আরেক ব্যবসায়ী রাজু কুণ্ডুর গুদামে ২০ ব্যারেল তেল মজুদ অবস্থায় পাওয়া যায়, যার পরিমাণ ৪ হাজার ৮০ লিটার।
অতিরিক্ত তেল মজুদের অপরাধে শংকর কুণ্ডুকে ২০ হাজার ও রাজু কুণ্ডুকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।
জব্দকৃত তেলের বিষয়ে পরে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট পার্থ প্রতীম শীল।
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর : ড. আমানুর আমান,এম.ফিল (আইইউকে), পিএইচডি ( এনবিইউ- দার্জিলিং)
ব্যবস্থাপনা সম্পাদক: শাহনাজ আমান।
কার্যালয়:- থানা ট্রাফিক মোড়, কুষ্টিয়া।মোবাইল- ০১৭১৩-৯১৪৫৭০, ইমেইল: info.dailykushtia@gmail.com
ই-পেপার কপি