দৈনিক কুষ্টিয়া অনলাইন/
রাজবাড়ী জেলার গোয়ালন্দে পুকুরের পানিতে ডুবে টাপুর ও টুপর নামের ১০ বছর বয়সের যমজ শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (১২ মার্চ) দুপুরে এ ঘটনা ঘটে।
শিশু টাপুর ও টুপর গোয়ালন্দ পৌরসভা ১ নম্বর ওয়ার্ডের ইছাক শেখ পাড়ার হোসেন শেখের মেয়ে।
শিশুর নানী আন্না বেগম বলেন, ওরা যমজ বোন গোয়ালন্দ মুন স্টার কলেজিয়েট স্কুলে তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল। ওদের বাবা মায়ের ডিভোর্স হওয়ার পর উভয়ে নতুন করে বিয়ে করে অন্যত্র বসবাস করছে। সেই সুবাদে ওরা দুইবোন আমার (নানীর) কাছে থাকতো। সে উপজেলা রেজিস্ট্রি অফিসে কাজ করার কারণে প্রতিদিনই তারা উপজেলা পরিষদের পুকুরের আশে পাশে খেলাধুলা করতো। সেখানে খেলাধুলা করার এক পর্যায়ে নানীর কাছে পুকুরে গোসলের আবদার করে। নানী পুকুরে গোসল করতে নিষেধ করে কাজে ব্যস্ত হয়ে পড়েন। এর কিছুক্ষণ পর নানী পুকুরের পানিতে তাদেরকে ভাসতে দেখেন। পরে স্থানীয়দের সহযোগিতায় দুজনকে উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক শিশু দুটিকে মৃত ঘোষণা করেন।
গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুমদার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, যমজ শিশু দুটি পুকুরে ডুবে যাবার খবর শোনা মাত্রই আমরা ঘটনাস্থল পরিদর্শন করি। শিশু দুটির মৃত্যুতে থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর : ড. আমানুর আমান,এম.ফিল (আইইউকে), পিএইচডি ( এনবিইউ- দার্জিলিং)
ব্যবস্থাপনা সম্পাদক: শাহনাজ আমান।
কার্যালয়:- থানা ট্রাফিক মোড়, কুষ্টিয়া।মোবাইল- ০১৭১৩-৯১৪৫৭০, ইমেইল: info.dailykushtia@gmail.com
ই-পেপার কপি