দৈনিক কুষ্টিয়া অনলাইন/
বিভিন্ন কারণে মেহেরপুরে ৮ ঘন্টায় চারজন আত্মহত্যার চেষ্টা চালিয়েছে। শনিবার (১২ মার্চ) বেলা ১২টা থেকে সন্ধ্যা রাত টা পর্যন্ত গাংনী উপজেলার চারটি গ্রামে এ ঘটনাগুলো ঘটে।
আত্মহত্যার চেষ্টা করা চারজন হলেন-উপজেলার চেংগাড়া গ্রামের শাহজান আলীর মেয়ে ও স্থানীয় লুৎফুন্নেছা মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী আনিকা খাতুন (১৫), জুগিন্দা গ্রামের আব্দুর রবের ছেলে দুই সন্তানের জনক সাজেদুর রহমান (২৮), মাইলমারী গ্রামের বিলপাড়া এলাকার আক্তার হোসেনের ছেলে লিমন হোসেন (২০) ও উত্তর ভরাট গ্রামের নোছার আলীর ছেলে আলিফ হোসেন (৩৮)।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক এসব ঘটনাগুলোকে সত্য বরে নিশ্চিত করেছেন।
ওসি জানান তাদের কাছে রোববার সকাল পর্যন্ত যে তথ্য এসেছে তা হলো প্রেমে ব্যর্থ হয়ে শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নিজ বাড়িতে বিষপান করেন লিমন হোসেন। টিভিতে সিরিয়াল দেখা নিয়ে ছোট ভাইয়ের সঙ্গে ঝামেলার জের ধরে বিকেল সাড়ে ৪টার দিকে হারপিক পান করে আত্মহত্যার চেষ্টা করে স্কুল ছাত্রী আনিকা। বেলা ১২টার দিকে স্ত্রীর সঙ্গে পারিবারিক কলহের জের ধরে গলায় ফাঁস নেন সাজেদুর রহমান। এছাড়া স্ত্রী তালাক দেওয়ায় রাগে ও অভিমানে বিষপান করেন আলিফ হোসেন।
গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্মরত চিকিৎসক সামসুল আরেফিন বলেন, সবাই এখানেই চিকিৎসাধীন রয়েছেন। বর্তমানে সুস্থ।
ওসি রাজ্জাক জানান তিনি একজন তদন্ত কর্মকর্তা দিয়ে বিষয়গুলো তদন্ত আরম্ভ করেছেন।
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর : ড. আমানুর আমান,এম.ফিল (আইইউকে), পিএইচডি ( এনবিইউ- দার্জিলিং)
ব্যবস্থাপনা সম্পাদক: শাহনাজ আমান।
কার্যালয়:- থানা ট্রাফিক মোড়, কুষ্টিয়া।মোবাইল- ০১৭১৩-৯১৪৫৭০, ইমেইল: info.dailykushtia@gmail.com
ই-পেপার কপি