December 22, 2024, 2:32 pm
দৈনিক কুষ্টিয়া অনলাইন/
টেকসই আগামীর জন্য, জেন্ডার সমতাই আজ অগ্রগণ্য- এই শ্লোগানকে সামনে রেখে কুষ্টিয়ার অন্যতম বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠান কুষ্টিয়া পাবলিক স্কুলে পালিত হয়েছে আন্তর্জাতিক নারী দিবস। এ উপলক্ষে ৮ মার্চ মঙ্গলবার সকালে বিদ্যালয়ে কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়।
স্কুলের পরিচালক শাহনাজ আমান কেক কেটে দিবসের সূচনা করেন। উপস্থিত ছিলেন স্কুলের প্রধান শিক্ষিকা ফারজানা আক্তারসহ অন্যান্য শিক্ষিকাবৃন্দ।
আলোচনা সভায় বক্তারা বলেন বিশ্বের মােট জনসংখ্যার অর্ধেকই নারী। অর্ধেক জনশক্তি হিসেবে তাই নারীরা পূর্ণ অধিকারের দাবিদার । কিন্তু বিশ্বের বিভিন্ন দেশে নারীরা বিভিন্ন অধিকার থেকে বঞ্চিত। প্রচলিত সামাজিক-সাংস্কৃতিক অনুশাসনে নারীরা শিক্ষা, কর্মসংস্থান, উন্নয়ন প্রক্রিয়ায় অংশগ্রহণসহ নানারকম সুযােগ থেকে বঞ্চিত। নারীর মৃত্যুহারও পুরুষের তুলনায় বেশি।
তারা বলেন বাংলাদেশেও নারী উন্নয়ন তরান্বিত হলেও পূর্ণ প্রতিষ্ঠিত হতে বহু সময় লাগবে।
তারা বলেন সভ্যতার গোড়াপত্তন ও তার ক্রমবিকাশে নারীর ভূমিকা পুরুষের চেয়ে কম নয়। কিন্তু প্রায় প্রতিটি ক্ষেত্রেই নারী পুরুষের সমান অধিকার থেকে বঞ্চিত। আন্তর্জাতিক নারী দিবসের মূল লক্ষ্যই হলাে নারীর ন্যায্য অর্থাৎ সমানাধিকার প্রতিষ্ঠা এবং সমাজের অগ্রগতি সাধন ।
Leave a Reply