October 30, 2024, 8:02 pm
দৈনিক কুষ্টিয়া অনলাইন/
পদত্যাগপত্র জমা দিয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের প্রভোস্ট নিলুফা আক্তার। সোমবার অফিসের শেষ মুহুর্তে তিনি রেজিস্ট্রারের কাছে পদত্যাগ পত্র জমা দেন। আজ (মঙ্গলবার) দুপুরে সেটি রেজিস্ট্রার অফিস থেকে উর্ধ্বগামী করা হয়।
উপাচার্য ছুটিতে থাকায় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার আলমগীর হোসেন ভূঁইয়া পত্রটি উপ-উপাচার্য প্রফেসর ড. মাহবুবুর রহমান বরাবর প্রেরণ করেন।
আবেদনে প্রভোস্ট তার পারিবারিক কারণ দেখিয়েছেন বলে নিশ্চিত করেছেন রেজিস্ট্রার দফতরের কর্মকর্তারা।
যোগাযোগ করা হলে প্রভোস্ট নিলুফা জানান তিনি উপাচার্যকে তার পদত্যাগের অভিপ্রায়ের কথা জানালে উপাচার্য তাকে পদত্যাগের পরামর্শ দেন।
গত রবিবার রাতে হলের এক ছাত্রী অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নিতে সময়মতো প্রভোস্ট সহযোগিতা করেননি বলে অভিযোগ তুলে তার পদত্যাগের দাবিতে হলের মধ্যে বিক্ষোভ করেন ছাত্রীরা।
ছাত্রীদের অভিযোগ ছিল প্রভোস্ট চিকিৎসা নিশ্চিত করতে গড়িমসি করেন। পরে ঐ ছাত্রীকে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রে চিকিৎসা দিয়ে হলে পাঠিয়ে দেয়া হয়।
উপ-উপাচার্য প্রফেসর ড. মাহবুবুর রহমান জানান প্রভোস্টের শুণ্য স্থানে হলের সিনিয়র হাউস টিউটর রেজাউল করিমকে কো–অর্ডিনেটের দায়িত্ব দেওয়া হয়েছে। উপাচার্য আগামী শনিবার অফিসে এলে এ বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে।
Leave a Reply