হুমায়ুন কবির, খোকসা/
কুষ্টিয়ার খোকসা উপজেলার রমানাথপুর স্কুল এন্ড কলেজে নবীন বরণ ও ঐতিহাসিক ৭ ই মার্চ উপলক্ষে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের সভাপতি বিশিষ্ট লেখক, গবেষক, শিক্ষানুরাগী দ্য কুষ্টিয়া টাইমস ও দৈনিক কুষ্টিয়া পত্রিকার সম্পাদক ড. আমানুর আমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নাজমুল হক। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দুজন বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার ও আবু তালেব। আরোও বিশেষ অতিথি ছিলেন গনেশপুর কাছেমুল উলুম দাখিল মাদ্রাসার সুপার বদিউজ্জামান এবং ওসমানপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মতিয়ার রহমান।
কলেজ অধ্যক্ষ গোলাম মোস্তফা কামাল এর সার্বিক তত্ত্বাবধানে শুরুতেই অতিথিদের ফুল ও উত্তরীয় দিয়ে বরণ করা হয়। এরপর কৃতি ৫ শিক্ষার্থীর মাঝে ক্রেস্ট প্রদান করা হয়।
ঐতিহাসিক ৭ই মার্চ’র আলোচনায় অংশ নেন দুই বীর মুক্তিযোদ্ধা। তারা মহান মুক্তিযুদ্ধের নানা স্মৃতিচারণ করনে।
উল্লেখ্য ২০২১-২০২২ শিক্ষাবর্ষে রমনাথপুর স্কুল এন্ড কলেজে ১৭৩ জন নবীন শিক্ষার্থীদের কে বিদ্যালয়ের পক্ষ ফিল দিয়ে থেকে বরণ করা হয়।
প্রধান অতিথি তার বক্তৃতায় বলেন এলাকার ঐতিহ্যবাহী রমানাথপুর স্কুল এন্ড কলেজ স্বীয় মহিমায় এগিয়ে যাচ্ছে। তিনি বলেন এখানে শিক্ষকদের মধ্যে শিক্ষা উন্নয়নে খুব আন্তরিকতা দেখতে পান।
উল্লেখ্য এ প্রতিষ্ঠানে এবার কলেজ শাখায় ৮২ জন শিক্ষার্থী ভর্তি হয়েছে।
সভাপতির বক্তব্যে ড. আমানুর আমান বলেন প্রতিষ্ঠানটির উন্নয়নে তিনি সদা তৎপর রয়েছেন। তিনি শিক্ষকদের আধুনিক ধ্যান-ধারনার সাথে পরিচিত হবার আহবান জানান এবং শিক্ষার্থীদের সেদিকে এগিয়ে নেয়ার আহবান জানান। তিনি বলেন ফেসবুক, টুইটার, গুগল এসব মাধ্যম থেকে সঠিক তথ্য পেতে শিক্ষার্থীদের সহায়তা করার আহবান জানান।
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর : ড. আমানুর আমান,এম.ফিল (আইইউকে), পিএইচডি ( এনবিইউ- দার্জিলিং)
ব্যবস্থাপনা সম্পাদক: শাহনাজ আমান।
কার্যালয়:- থানা ট্রাফিক মোড়, কুষ্টিয়া।মোবাইল- ০১৭১৩-৯১৪৫৭০, ইমেইল: info.dailykushtia@gmail.com
ই-পেপার কপি