দৈনিক কুষ্টিয়া অনলাইন/
কুষ্টিয়ায় বেপরোয়া গতির দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে দুই মোটরসাইকেলের দুই চালক নিহত হয়েছেন। আহত হয়েছেন দুই সাইকেলের ২ আরোহী।
পুলিশ জানায় দূর্ঘটনাটি ঘটে বৃহস্পতিবার (০৩ মার্চ) রাত সাড়ে ১১টার দিকে কুষ্টিয়া শহরের কুমারগাড়া এলাকায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কে।
নিহতরা হলেন আকিব হোসেন (২১)। তিনি কুষ্টিয়া সদর উপজেলার খাজানগর মাদরাসাপাড়ার শরিফুল ইসলামের ছেলে। সে একটি বেসরকারী পলিটেকনিক কলেজের শিক্ষার্থী। নিহত অন্যজন হলেন সবুজ উদ্দিন। তিনি সদর উপজেলার জিারখী ইউনিয়নের মেটন এলাকার মৃত শফি উদ্দিনের ছেলে। তিনি কুষ্টিয়ার কিয়াম মেটাল ইন্ডাস্ট্রিজে চাকরি করতেন। সবুজের দুই মেয়ে রয়েছে।
এ ঘটনায় শাহরিয়ার নির্জন (১৭) ও আশিক (১৮) নামে আরও দুজন মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হয়েছেন। তারা কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাব্বিরুল আলম প্রত্যক্ষদর্শীদের উদ্বৃতি দিয়ে জানান, মোটরসাইকেল যোগে কুষ্টিয়া থেকে খাজানগর যাচ্ছিল আকিব হোসেন। এদিকে সবুজ উদ্দিন কিয়াম মেটালে কাজ শেষে বাইসাইকেলযোগে বাড়ি যাচ্ছিলেন। দুটি যানই ছিল ঝড়ো গতির। দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষে দুই গাড়িতে থাকা চারজনই আহত হন।
স্থানীয়রা তাদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক তাদের দুজনের মৃত ঘোষণা করেন।
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর : ড. আমানুর আমান,এম.ফিল (আইইউকে), পিএইচডি ( এনবিইউ- দার্জিলিং)
ব্যবস্থাপনা সম্পাদক: শাহনাজ আমান।
কার্যালয়:- থানা ট্রাফিক মোড়, কুষ্টিয়া।মোবাইল- ০১৭১৩-৯১৪৫৭০, ইমেইল: info.dailykushtia@gmail.com
ই-পেপার কপি