December 22, 2024, 9:17 am
দৈনিক কুষ্টিয়া অনলাইন/
প্রথম থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের ক্লাস শুরু হয়েছে আজ বুধবার থেকে।সারাদেশের মতো কুষ্টিয়াতেও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাস শুরু হয়েছে। নিয়ম-বিধি মেনে শিক্ষা প্রতিষ্ঠান গুলোয় পাঠদান চলছে। তবে স্কুলে উপস্থিতির হার অনেক প্রতিষ্ঠানে কম বলে জানা গেছে।
অন্যদিকে প্রাক-প্রাথমিকের ক্লাসও শুরু হবে আগামী ২০ মার্চ সে প্রস্তুতিও নেয়া হচ্ছে বলে জানা গেছে।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে এ তথ্য জানা গেছে। কিন্তু দুই বছর পর প্রাক-প্রাথমিক স্তরে সশরীরে ক্লাস শুরুর ঘোষণা এলো।
অধিদপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন, সকাল ৯টা থেকে প্রথম শিফট এবং বেলা ১২টা থেকে বিদ্যালয়ের দ্বিতীয় শিফটের কার্যক্রম শুরু হবে। প্রথম শিফট দুপুর ১২টা পর্যন্ত এবং দ্বিতীয় শিফট ৪টা ১৫ মিনিট পর্যন্ত কার্যক্রম চলবে। প্রতি শিফটের আগে ১৫ মিনিট করে বিদ্যালয় প্রস্তুতি ও কোভিড সচেতনতা কার্যক্রম পরিচালিত হবে। আর প্রতি শিফটের শেষে ১৫ মিনিট করে শিখন ঘাটতি পূরণে সময় দিতে হবে। বাংলা, ইংরেজি ও গণিত বিষয়ে শিক্ষার্থীদের শিখন ঘাটতি চিহ্নিত করে প্রয়োজনীয় সহায়তামূলক শ্রেণি কার্যক্রম পরিচালনা করা হবে বলে জানায় অধিদপ্তর।
করোনা মহামারির কারণে ২০২০ সালের ১৭ মার্চ থেকে সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়। তবে ২০২১ সালের ১২ সেপ্টেম্বর প্রাথমিক থেকে শুরু করে উচ্চ শিক্ষা স্তরের প্রতিষ্ঠান খুলে দেওয়া হয়। কিন্তু বন্ধ থাকে প্রাক-প্রাথমিক স্তর। চলতি বছরের শুরুতে সংক্রমণ ফের বেড়ে গেলে ২১ জানুয়ারি থেকে সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়। এদিকে গত ২২ ফেব্রুয়ারি প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং উচ্চ শিক্ষা স্তরের শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হয়েছে।
কুষ্টিয়ার অন্যতম বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠান কুষ্টিয়া পাবলিক স্কুলের প্রধান শিক্ষিকা ফারজানা আক্তার জানান তার স্কুলে শিক্ষার্থী উপস্থিতির হার সন্তোষজনক। নিয়মনীতি মেনে তিনি সবকিছু আরম্ভ করেছেন। ক্লাসে বাচ্চাদের করোনা বিধি সর্ম্পকেও ধারনা দেয়া হচ্ছে। তিনি জানান প্রাক-প্রাথমিকের প্রস্তুতি নিতে শুরু করেছেন।
Leave a Reply