December 22, 2024, 8:19 am
দৈনিক কুষ্টিয়া অনলাইন/
কুষ্টিয়ার দৌলতপুরে রুহুল সর্দার (৪০) নামের একাধিক মামলার আসামির গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) উপজেলার চরসাদিপুর গ্রামের পিএসএস মাধ্যমিক বিদ্যালয়ের পেছনের মাঠ থেকে এ লাশ উদ্ধার উদ্ধার করা হয়।
দৌলতপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস.এম. জাবীদ হাসান এ তথ্য জানান। সে চরসাদিপুর গ্রামের মুনতাজ সর্দারের ছেলে।
মঙ্গলবার বিকেলের দিকে রুহুলের গলা কাটা লাশ দেখতে পায় স্থানীয়রা। দৌলতপুর পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে মর্গে পাঠায়। রুহুল মাদক ও অস্ত্র কারবারিসহ নানা সন্ত্রাসী কর্মকান্ডে জড়িত ছিলো। তার বিরুদ্ধে দুটি ধর্ষণ মামলা রয়েছে।
ওসি জানান রুহুলের বিরুদ্ধে ধর্ষণ ছাড়াও একাধিক মামলা ছিল।
কে বা কারা তাকে গলা কেটে হত্যা করেছে তা খতিয়ে দেখা হচ্ছে বলে ওসি জানান।
Leave a Reply