December 22, 2024, 8:29 am
দৈনিক কুষ্টিয়া অনলাইন/
৪৪ ঘন্টা অতিবাহিত হলেও পুরোপুরি সচল হয়নি কুষ্টিয়া-পাবনা মহাসড়ক। রাত ১২টার দিকে মহাসকের উপর থেকে এলপি গ্যাসের সিলিন্ডারবাহী ট্রাকটি সরিয়ে নেয়া হলে যান চলাচল শুরু হয়। তবে মঙ্গলবার সকাল ৯টা পর্যন্তও পুরোপুরি যানজট মুক্ত হয়নি মহাসড়কটি। কুষ্টিয়ার বটতৈল থেকে পাবনার ঈশ্বরদি পর্যন্ত প্রায় ৪০ কিলোমিটার জুড়ে এখনও প্রায় ৩হাজারের মতো যানবাহন মহাসড়কে রয়েছে। তবে স্থানীয় প্রশাসন বলছে ধীরে ধীরে জট কমছে। কুষ্টিয়া শহর থেকে ভেড়ামারা পর্যন্ত প্রায় ২৫ কিলোমিটার রাস্তা ভয়াবহ রকমের খারাপ হবার কারনে দ্রত যানবাহন চলতে না পারায় সৃষ্ট যানজট শেষ হতে দেরী হচ্ছে।
কুষ্টিয়া হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, রোববার বিকেল সাড়ে ৩টার দিকে কুষ্টিয়া-পাবনা মহাসড়কে কুষ্টিয়ার মিরপুর উপজেলার বহলবাড়িয়া এলাকায় ভাঙাচোরা রাস্তায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি এলপিজি সিলিন্ডারবাহী ট্রাক উল্টে যায়। ১০ চাকার ট্রাকটি বাগেরহাটের মোংলা বন্দর থেকে প্রায় ১৭ টন এলপিজি নিয়ে নাটোর যাচ্ছিল। রাস্তার ওপর আড়াআড়িভাবে পড়ে থাকায় উভয় দিকের যান চলাচল বন্ধ হয়ে যায়।
এই মহাসড়ককে বলা হয় উত্তরবঙ্গ=দক্ষিণবঙ্গের গেটওয়ে। এ মহাসড়ক দিয়েই উত্তর ও দক্ষিণবঙ্গের ৩২ জেলার মানুষ যাতায়াত করে। দীর্ঘক্ষণ ধরে মহাসড়কে যান চলাচল বন্ধ থাকায় কুষ্টিয়া-পাবনা মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়ে হাজার হাজার মানুষ। ছোট যানবাহনগুলো সাইডরাস্তা দিয়ে এদিক সেদিক পৌঁছাতে পারলেও রাস্তায় আটকে যায় ভারী যানবাহনগুলো। বিপাকে পড়েন যানবাহন বিশেষত পণ্যবাহী ট্রাক। সীমাহিন দূর্ভোগ চলছে ড্রাইভার-হেলপারদের।
কুষ্টিয়া হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইদ্রিস আলী বলেন, এলপিজি সিলিন্ডারবাহী ট্রাক ছিল বেক্সিমকো কোম্পানির। তিনি আরও বলেন, যথেষ্ট ঝুঁকিপূর্ণ হওয়ায় স্থানীয় ফায়ার সার্ভিস কোন কাজ করতে পারেনি। তাছাড়া বিস্ফোরণের ঝুঁকিও ছিল।
বিস্ফোরণ হলে যাতে ক্ষতি না হয়, সে জন্য উভয় পাশে বালু স্তূপ করে রাখা হয়। তিনি জানান বেক্সিমকো কোম্পানির পক্ষ থেকেও সহায়তা করা হয় দূর্ঘটনা কবলিত ট্রাকটি সরাতে।
কুষ্টিয়ার জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল ইসলাম জানান ঈশ্বরদি থেকে একটি ভাড়া করা ক্রেন দিয়ে রাতেই উল্টে যাওয়া সিলিন্ডারবাহী ট্রাকটি মহাসড়ক থেকে তুলে নেয়া হয়। ফলে রাত ১২টার কাছাকাছি সময়ে রাস্তা অবমুক্ত হয়।
“কিন্তু যানবাহনের অতিরিক্ত চাপের কারনে ও প্রায় ২৫ কিমি রাস্তা চলাচলের যথেষ্ট অনুপযোগী হবার কারনে পুরোপুরি যানজট মুক্ত হতে সময় লাগছে,” জানান জেলা প্রশাসক।
তিনি জানান আরো কিছু সময় লাগবে।
Leave a Reply