December 22, 2024, 7:50 am
দৈনিক কুষ্টিয়া অনলাইন/
খুলনা বিভাগের ১০ জেলায় গত ২৪ ঘন্টায় ১ হাজার ৩১৫ জনের নমুনা পরীক্ষা করে ১০২ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৭ দশমিক ৭৬। আগের ২৪ ঘণ্টায় বিভাগে শনাক্তের হার ছিল ৬ দশমিক ৯৬। গত ২৪ ঘণ্টায় বিভাগে করোনায় কারও মৃত্যু হয়নি। এতে টানা চতুর্থ দিনের মতো করোনায় মৃত্যুশূন্য থাকল খুলনা বিভাগ।
আজ দুপুরে খুলনা বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। গত ২৪ ঘণ্টায় বিভাগের মধ্যে সর্বোচ্চ শনাক্তের হার বাগেরহাটে ২১ দশমিক ২১। আর সর্বনিম্ন হার মাগুরায় ২ দশমিক শূন্য ৪।
নতুন শনাক্ত ব্যক্তিদের মধ্যে কুষ্টিয়া জেলায় সর্বোচ্চ ২৭, খুলনা ও সাতক্ষীরায় ১৬ জন করে, চুয়াডাঙ্গা ও মেহেরপুরে ৮ জন করে, বাগেরহাট, যশোর ও নড়াইলে ৭ জন করে, ঝিনাইদহে ৪ জন এবং মাগুরায় ২ জন রয়েছেন।
২৪ ঘণ্টায় বিভাগের মধ্যে সর্বোচ্চ শনাক্তের হার বাগেরহাটে ২১ দশমিক ২১। আর সর্বনিম্ন হার মাগুরায় ২ দশমিক শূন্য ৪।
খুলনা বিভাগে এখন পর্যন্ত ১ লাখ ২৮ হাজার ৬৮৩ জনের করোনা শনাক্ত হয়েছে। করোনায় আক্রান্ত হয়ে ৩ হাজার ২৭০ জনের মৃত্যু হয়েছে। করোনা থেকে সুস্থ হয়েছেন ১ লাখ ২০ হাজার ১৬৬ জন। বিভাগে বর্তমানে ৫ হাজার ২৪৭ করোনা রোগী চিকিৎসাধীন। এর মধ্যে ১১৬ জন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন, বাকিরা বাড়িতে। গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন ১০ ও সুস্থ হয়েছেন ৫৯০ জন।
Leave a Reply