December 22, 2024, 9:18 am
দৈনিক কুষ্টিয়া অনলাইন/
মহান শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন কুষ্টিয়া নাগরিক কমিটির নেতৃবৃন্দ। নাগরিক কমিটির সভাপতি বিশিষ্ট সার্জন ও কুষ্টিয়া মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর ডা. এসএম মুস্তানজিদ ও সাধারণ সম্পাদক ও ইমলামী বিশ^বিদ্যালয়ের সাবেক ট্রেজারার প্রফেসর ড. সেলিম তোহার নেতৃত্বে একুশের প্রথম প্রহরে কুষ্টিয়ার কালেক্টরেট চত্বরে অবস্থিত শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের শ্রদ্ধা জানান তারা।
এ সময় উপস্থিত ছিলেন নাগরিক কমিটির ট্রেজারার দিশার নির্বাহী পরিচালক রবিউল ইসলাম, কুষ্টিয়া সরকারী কলেজের অধ্যক্ষ ও নাগরিক কমিটির কার্যনিবাহী পরিষদের সদস্য প্রফেসর মনজুর কাদির, আমিন ডায়াগনষ্টিক সেন্টারের চেয়ারম্যান শাহনেওয়াজ আনসারী মনজু, কুষ্টিয়ার মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ডা. সালেক মাসুদ, দেশ এগ্রোর ব্যবস্থাপনা পরিচালক আব্দুল খালেক, বিশিষ্ট ব্যবসায়ী নেতা এসএম কাদেরী শাকিল, বিশিষ্ট ব্যবসায়ী বিশ^জিত সাহা সন্টু, বিশিষ্ট লেখক ও গবেষক, দৈনিক কুষ্টিয়া ও দ্য কুষ্টিয়া টাইমসের সম্পাদক ও প্রকাশক ড. আমানুর আমান, সানআপ ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ কাজী শামসুন্নাহার আলো।
Leave a Reply