January 3, 2025, 12:06 am
দৈনিক কুষ্টিয়া অনলাইন/
কুষ্টিয়ার অর্ধশতাধিক সামাজিক সংগঠনের প্লাটফর্ম সম্মিলিত সামাজিক জোট, কুষ্টিয়ার পক্ষ থেকে ২১ শে ফেব্রুয়ারি মহান আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উপলক্ষ্যে বিনম্র শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। সোমবার সকালে কুষ্টিয়া কালেক্টরেট চত্বরে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন জোটের নেতা-কর্মীরা।
সম্মিলিত সামাজিক জোট, কুষ্টিয়ার চেয়ারম্যান বিশিষ্ট লেখক ও গবেষক ড. আমানুর আমানের নেতৃত্বে শ্রদ্ধা নিবেদনের সময় উপস্থিত ছিলেন জোটের সমন্বয়ক এডভোকেট মুহাইমিনুর রহমান পলল সিনিয়র সংগঠক ও ডিবেট ফর ডেভেলপমেন্ট বাংলাদেশ এর মহাসচিব এস এম শামীম রানা, বৃহত্তর কুষ্টিয়ার ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি সংরক্ষণ পরিষদের সাধারণ সম্পাদক এস এস রুশদী, সেন্টার ফর ডেভেলপমেন্ট এন্ড রিসার্চের প্রতিষ্ঠাতা সাহাবুদ্দীন শেখ, বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদ এর সাধারণ সম্পাদক মৌসুমি আক্তার ও সহ সভাপতি সোহেল রানা, জোটের সংগঠক ও সেভ দি ফিউচার ফাউন্ডেশন কুষ্টিয়া ইউনিটের সভাপতি হাফিজুর রহমান হাফিজ, উৎসর্গ ফাউন্ডেশন কুষ্টিয়া শাখার সহসভাপতি আমিনুল ইসলাম, ইকোনমিক কুষ্টিয়ার চেয়ারম্যান এস এম জামাল খান, নোঙর সংগঠনের প্রতিনিধি প্রীতম মজুমদার, আইডিয়াল ইয়ুথ ইউনিয়িনের সাধারণ সম্পাদক ফরিদুল হক, স্বপ্ন প্রয়াস যুব সংস্থার সভাপতি সাদিক হাসান, রোহিদ, সহ-সভাপতি মোহাম্মদ রিফাত সদস্য উৎস, ব্লাড ডোনেট আর্মির এডমিন ওমর ফারুক, ডিবেট ফর ডেভেলপমেন্ট বাংলাদেশ এর সংগঠক ও দেশসেরা বিতার্কিক কামরুল হাসান রোহিত, ইয়ুথ পাওয়ার কমিউনিটির সহসভাপতি মারজান জামান রাহি সাধারণ সম্পাদক আরিফিন ফয়সাল, যুগ্ম সম্পাদক ডলার।
আরও উপস্থিত ছিলো জোটের জুনিয়র সংগঠক ও ক্রিয়েটিভ কুষ্টিয়ার সংগঠক সুমাইয়া ইসলাম সিনথীয়া, মুনতাসীর ইসলাম কুয়াশা এবং তামান্না ইসলাম ইভা, এরাইজ হেল্প ফর চাইল্ড ফাউন্ডেশনের কুষ্টিয়া জেলা সমন্বয়ক মোঃ প্রত্যয় বিন শাফী, প্রজ্জ্বলিত তারুণ্যের সহ সভাপতি মোঃ জিহাদ খন্দকার, সাধারণ সম্পাদক মোঃ তুষার মাহামুদ, সংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোঃ অর্ণব মাহমুদ রাজু, ব্লাড ডোনেশন সম্পাদক মোছাঃ ফারহানা আকতার সদস্য মোঃ আইয়ুব আলী, ভিবিডির সংগঠক থেকে আকাশ, আয়েশা, ফারিয়া, মুকুল, শোভন ছিলো, সামাজিক সংগঠন কালপুরুষের সমন্বয়ক কাজী মুনজেরিন হক মিষ্টি, সদস্য মীর রীসান, অপু হোসেন, পল্লব আলী।
Leave a Reply