December 22, 2024, 9:07 am
দৈনিক কুষ্টিয়া অনলাইন/
খুলনা বিভাগের ১০ জেলায় গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ৪ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে বিভাগে নতুন করে ২৪০ জনের করোনা শনাক্ত হয়েছে। গতকাল বৃহস্পতিবার থেকে আজ সকাল ৮টা পর্যন্ত বিভাগে ১ হাজার ৪১৪ জনের নমুনা পরীক্ষা হয়েছে। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১৬ দশমিক ৯৭।
এর আগের দিন বিভাগে ১ হাজার ৭৪১ জনের নমুনা পরীক্ষা করে ৩৪০ জনের করোনা শনাক্ত হয়েছিল। মারা যান তিনজন। শনাক্তের হার ছিল ১৯ দশমিক ৫৩।
স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা শনাক্ত ব্যক্তিদের মধ্যে কুষ্টিয়ায় সর্বোচ্চ ৬৯ জন। এ ছাড়া খুলনায় ৩৮, সাতক্ষীরায় ২৮, মেহেরপুরে ২৩, নড়াইলে ২৩, চুয়াডাঙ্গায় ১৯, যশোরে ১৫, বাগেরহাটে ১১, ঝিনাইদহে ৯ ও মাগুরায় ৫ জনের করোনা শনাক্ত হয়েছে। গত ২৪ ঘণ্টায় ঝিনাইদহে ২ জন এবং খুলনা ও কুষ্টিয়ায় ১ জন করে মারা গেছেন
বিভাগের মধ্যে বাগেরহাটে সর্বোচ্চ শনাক্তের হার ৩৭ দশমিক ৯৩। সবচেয়ে কম শনাক্তের হার মাগুরায় ৮ দশমিক ৪৭।
Leave a Reply