December 22, 2024, 12:59 pm
দৈনিক কুষ্টিয়া অনলাইন/
ইতোমধ্যে পরীক্ষা শেষের তিনমাস পার হয়েছে। যেখানে শিক্ষা কার্যক্রম শুরুর তাগিদ সবমহলে সেখানে এখনও ভর্তি কার্যক্রম শেষ করতে পারেনি ইসলামী বিশ্ববিদ্যালয়। তৃতীয় মেধাতালিকা থেকে শিক্ষার্থী ভর্তির পরেও খালি রয়েছে অর্ধেক আসন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, এ বছর বিশ^বিদ্যালয়ের তিন ইউনিটে মোট আসন সংখ্যা ছিলো দুই হাজার ৯৫। তৃতীয় মেধাতালিকার ভর্তি শেষেও আসন ফাঁকা রয়েছে এক হাজার ২৭০টি। গত ১১ জানুয়ারী প্রথম মেধাতালিকার ভর্তি কার্যক্রম শেষ হয়। দ্বিতীয় মেধাতালিকায় ভর্তি কার্যক্রম শেষ হয় ২৫ জানুয়ারি। আসন খালি থাকা সাপেক্ষে ফের ২ ফেব্রুয়ারি তৃতীয় মেধাতালিকা প্রকাশ হয়। এ তালিকায় চান্সপ্রাপ্তদের ভর্তি প্রক্রিয়া শেষ হয়েছে ৭ ফেব্রুয়ারি।
জানা গেছে, এ পর্যন্ত তিন ইউনিটে মোট দুই হাজার ৯৫ আসনের বিপরীতে ভর্তি হয়েছে ৮২৫ শিক্ষার্থী। ফলে ‘এ’ ইউনিটে ৫৫০ আসনের মধ্যে ২৭৪, কলা-সামাজিকবিজ্ঞান ও আইন অনুষদভুক্ত ‘বি’ ইউনিটে ১০৯৫ আসনের মধ্যে ৭৪৬ ও বাণিজ্য অনুষদভুক্ত ‘সি’ ইউনিটে ৪৫০ আসনের মধ্যে ২৫০টি ফাঁকা রয়েছে।
এ বিষয়ে আইসিটি সেলের পরিচালক অধ্যাপক ড. আহসানুল হক আম্বিয়া বলেন, ফাঁকা আসন পূরণে বিশ্ববিদ্যালয় প্রশাসন আলোচনা করছে। খুব শিগগিরই বিশ্ববিদ্যালয় প্রশাসনের নির্দেশনা অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে।
উপ-উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমান বলেন, অপেক্ষমাণ শিক্ষার্থীদের ডাটা নিয়ে কাজ চলছে। কয়েকদিনের মধ্যে ওয়েবসাইটে নতুন করে মেধাতালিকা প্রকাশ করা হবে।
Leave a Reply