December 22, 2024, 1:08 pm
দৈনিক কুষ্টিয়া অনলাইন/
চুয়াডাঙ্গায় রেলওয়ের জমি থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে ভ্রাম্যমাণ আদালত।
আজ বুধবার বেলা ১১ টা থেকে দুপুর ৩ টা পর্যন্ত অভিযান চালিয়ে চুয়াডাঙ্গা রেলওয়ে স্টেশনের আশপাশের ২২ টি অবৈধ স্থাপনা ভেঙে দেয়া হয়। এসময় ২৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
অভিযানে নেতৃত্ব দেন পাকশী পশ্চিমাঞ্চল রেলওয়ের বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নুরুজ্জামান।
নির্বাহী ম্যাজিস্ট্রেট নুরুজ্জামান জানান, স্টেশনের আশপাশে যারা অবৈধভাবে রেলওয়ের জমি দখল করে স্থাপনা তৈরি করেছে তাদের গত ১ মাস থেকে অবৈধস্থাপনা সরিয়ে নিতে নোটিশ দেয়া হয়। মাইকিংও করা হয়। আজ ২২ টি অবৈধ স্থাপনা ভেঙে দেয়া হলো।
অভিযানে সহযোগীতা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট বিএম তারিক-উজ-জামান, সদর থানা পুলিশের একটি টিম ও রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সদস্যরা।
Leave a Reply