দৈনিক কুষ্টিয়া অনলাইন/
মেহেরপুরের গাংনী উপজেলার হিজলবাড়ীয়া গ্রামের একটি বাড়ি থেকে শনিবার রাতে এক অভিযান চালিয়ে ১০টি বোমা, বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় কেউ গ্রেফতার হয়নি।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক জানান, আব্দুল জব্বার নামের এক ব্যক্তির বাড়িতে এ অভিযান চালানো হয়। জব্বার পেশায় গাছী (খেঁজুর গাছ থেকে রস সংগ্রহকারী)।
ওসি জানান তাদের কাছে তথ্য ছিল ঐ কাজের পাশাপাশি জব্বার গোপনে বোমা তৈরি করে সন্ত্রাসীদের কাছে সরবরাহ করতেন। তারও আগে জব্বার একটি নিষিদ্ধ ঘোষিত চরমপš’ী দলের সদস্য হিসেবে কাজ করতেন।
অভিযানে জব্বারের বাড়ির শয়ন কক্ষের বাক্সের মধ্যে মাটির হাড়িতে রাখা ৫টি, দুটি প্লাস্টিকের ড্রামে প্যাকেটের মধ্যে রাখা ৫টি বোমা উদ্ধার করা হয়। অভিযানে ঘর থেকে বের করা হয় বোমা তৈরির সরঞ্জাম, গাঁজা ও গাঁজা সেবনের সরঞ্জাম।
ওসি জানান জব্বারকে একনও গ্রেফতার করা যায়ানি। অভিযান চলছে। বোমাগুলো প্রাথমিকভাবে নিষ্ক্রিয় করা হয়েছে।
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর : ড. আমানুর আমান,এম.ফিল (আইইউকে), পিএইচডি ( এনবিইউ- দার্জিলিং)
ব্যবস্থাপনা সম্পাদক: শাহনাজ আমান।
কার্যালয়:- থানা ট্রাফিক মোড়, কুষ্টিয়া।মোবাইল- ০১৭১৩-৯১৪৫৭০, ইমেইল: info.dailykushtia@gmail.com
ই-পেপার কপি