দৈনিক কুষ্টিয়া অনলাইন/
কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ২০২০-২১ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের মেধাতালিকা থেকে ভর্তি কার্যক্রম তৃতীয়বারের মতো পেছানো হচ্ছে। দ্বিতীয় মেধা তালিকা থেকে ভর্তি কার্যক্রম শেষে ৭০ শতাংশ আসন খালি থাকায় এটা হচ্ছে বলে জানা গেছে।
বিশ^বিদ্যালয় সূত্রে জানা গেছে, ভর্তি কার্যক্রমের শুরু থেকে ১ ফেব্রæয়ারি পর্যন্ত তিন ইউনিটে মোট ২০৯৫টি আসনের মধ্যে ভর্তি হয়েছে ৬২০ জন। খালি রয়েছে ১৪৭৫টি আসন।
বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেল সূত্র জানিয়েছে, বিজ্ঞান অনুষদভূক্ত ‘এ’ ইউনিটে ৩৪৯টি, কলা, সামাজিক বিজ্ঞান ও আইন অনুষদভূক্ত ‘বি’ ইউনিটে ৮২৯টি এবং বাণিজ্য অনুষদভূক্ত ‘সি’ ইউনিটে ২৯৭টি আসন শূন্য রয়েছে।
সূত্রটি নাম না উল্লেখ করে জানায় কোন কোন বিভাগের অবস্থা খুবই শোচনীয়। এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করা হয়েছে কয়েকটি বিভাগ থেকে। তবে চলমান কোভিড পরিস্থিতি এর পেছনে প্রধান কারন বলার চেষ্টা করা হলেও বিভিন্ন মহল থেকে আরো কিছু কারনে এই বিশ^বিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তি হার কমে যাচ্ছে বলে বলা হচ্ছে। তারমধ্যে অন্যান্য সরকারী বিশ^বিদ্যালয়ের তুলনায় এখানে শিক্ষার অব্যাহত নিম্নমুখী মান একটি অন্যতম কারন হিসেবে সামনে এসেছে।
এদিকে আসন খালি থাকার কারণে বুধবার (২ ফেব্রæয়ারি) তৃতীয় মেধাতালিকা প্রকাশ করা হবে বলে জানা গেছে।
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর : ড. আমানুর আমান,এম.ফিল (আইইউকে), পিএইচডি ( এনবিইউ- দার্জিলিং)
ব্যবস্থাপনা সম্পাদক: শাহনাজ আমান।
কার্যালয়:- থানা ট্রাফিক মোড়, কুষ্টিয়া।মোবাইল- ০১৭১৩-৯১৪৫৭০, ইমেইল: info.dailykushtia@gmail.com
ই-পেপার কপি