দৈনিক কুষ্টিয়া অনলাইন/
কুষ্টিয়ার মিরপুর উপজেলার চুনিয়াপাড়া গ্রামে ‘চোর’ সন্দেহে দেয়া গণপিটুনিতে নিশান হোসেন (৩৭) নামে একজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় জয়নাল হোসেন (৩৮) নামে একজন আহত হয়েছে।
আজ সোমবার ভোরে ঐ গ্রামে গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ও আহত ব্যক্তির কুষ্টিয়া সদর উপজেলার মিলপাড়ার এলাকায়।
মিরপুর থানার ওসি গোলাম মোস্তফা জানান বণিক বার্তাকে ভোর ৪টার দিকে ৪ ব্যক্তি ঐ গ্রামে যায়। বিষয়টি টের পেয়ে গ্রামের লোকজন তাদের চোর সন্দেহ করে এবং ধাওয়া করে। পারিয়ে দুইজন অজ্ঞাত স্থানে পালাতে সক্ষম হলেও ধরা পড়ে নিশান ও জয়নাল।
এরপর উত্তেজিত জনতা চরম পিটুনি দেয় দুজনকে। ঘটনাস্থলেই মারা যায় নিশান। গুরুতর আহত হয় জয়নাল।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে জয়নালকে উদ্ধার করে মিরপুর স্বাস্থ্য কমপে¬ক্সে ভর্তি করে। নিহত নিশানের লাশ কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ময়না তদন্তের জন্য প্রেরণ করে।
ওসি ঘটনাস্থলে কি ঘটেছিল সেটা তদন্ত করে দেখা হচ্ছে। ঐ চারজন চোর ছিল কিনা সেটাও তদন্ত করা হচ্ছে।
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর : ড. আমানুর আমান,এম.ফিল (আইইউকে), পিএইচডি ( এনবিইউ- দার্জিলিং)
ব্যবস্থাপনা সম্পাদক: শাহনাজ আমান।
কার্যালয়:- থানা ট্রাফিক মোড়, কুষ্টিয়া।মোবাইল- ০১৭১৩-৯১৪৫৭০, ইমেইল: info.dailykushtia@gmail.com
ই-পেপার কপি