January 3, 2025, 12:39 am
দৈনিক কুষ্টিয়া অনলাইন/
কুষ্ট্য়িাসহ ১৫ জেলায় বইছে মৃদু শৈত্যপ্রবাহ। সোমবার রাত থেকে কিছু এলাকায় বাড়তে পারে তাপমাত্রা। তার মধ্যে রয়েছে কুষ্টিয়া গোপালগঞ্জ, ময়মনসিংহ, চট্টগ্রাম ও মৌলভীবাজার। তিন দিনের মধ্যে আসতে পারে বৃষ্টি।
এদিকে শীতে কাঁপছে দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়। সোমবার সকালে এ জেলার তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৬ ডিগ্রি সেলসিয়াস; যা চলতি শীত মৌসুমে সারাদেশের সর্বনিম্ন তাপমাত্রা। এ ছাড়া আজ দেশের ১৫ জেলার উপর দিয়ে বইছে মৃদু শৈত্যপ্রবাহ। তাপমাত্রা ১০ ডিগ্রির ঘরে আছে আরো ১৩ জেলায়। আগামী ২৪ ঘণ্টায় তাপমাত্রা কিছুটা বেড়ে কিছু এলাকায় শৈত্যপ্রবাহ কমতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আজকের আবহাওয়ার পূর্বাভাসে অধিদপ্তর জানিয়েছে, দেশের বেশিরভাগ এলাকার আকাশ মেঘলা থাকতে পারে। একই সঙ্গে আগামী তিনদিনের মধ্যে কিছু কিছু জায়গায় বৃষ্টি হতে পারে।
আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করে বলেন, আগামী ২৪ ঘণ্টায় তাপমাত্রা ক্রমাগত বাড়বে। তাপমাত্রা বাড়ায় ধীরে ধীরে শৈত্যপ্রবাহ প্রশমিত হবে।
আগামী তিনদিনের মধ্যে বৃষ্টি হতে পারে জানিয়ে তিনি আরো বলেন, বৃষ্টির পর তাপমাত্রা আবার কমতে পারে।
আবহাওয়া অধিদপ্তর বলছে, আজ দেশের ১৫ জেলার ১৬ উপজেলায় ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। জেলাগুলো হলো- গোপালগঞ্জ, ময়মনসিংহ, চট্টগ্রাম, মৌলভীবাজার, রাজশাহী, পাবনা, নওগাঁ, রংপুর, দিনাজপুর, নীলফামারী, সৈয়দপুর ও ডিমলা উপজেলা, পঞ্চগড়, কুড়িগ্রাম, যশোর, চুয়াডাঙ্গা ও বরিশাল। এছাড়া ১০ ডিগ্রির মধ্যে আছে টাঙ্গাইল, ফরিদপুর, মাদারীপুর, কিশোরগঞ্জ, সিরাজগঞ্জ, বগুড়া, নেত্রকোণা, রাঙ্গামাটি, কুমিল্লা, ফেনী, কুষ্টিয়া, পটুয়াখালী ও ভোলা। দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেতুলিয়ায় ৬, যা গতকালও একই স্থানে ছিল ৬ দশমিক ৮।
Leave a Reply