এস.এম.শামীম রানা/
কুষ্টিয়া আদালত প্রতিষ্ঠার ৫৭ বছরের ইতিহাসে, আদালত চত্বরে উন্নয়ন দৃশ্যমান বলে মনে করেন সাধারন আইনজীবীরা। কুষ্টিয়া জেলা আইনজীবী সমিতির বর্তমান সাধারণ সম্পাদক ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রলীগ নেতা দৌলতপুরের কৃতি সন্তান দেওয়ান মাসুদ করিম মিঠু দায়িত্ব গ্রহনের পর থেকে আইনজীবীদের কল্যানে/ অধিকার আদায়ে নিরলস কাজ করে চলেছেন। চলমান উন্নয়নের ধারাবাহিকতায় গত ৬ জানুয়ারি আইনজীবীদের সাথে নিয়ে কোর্ট চত্বরে আর সি সি ড্রেন, আর সি সি ফুটপাথ, পার্কিং এবং টিনসেড তৈরী কাজের উদ্বোধন করেন দেওয়ান মাসুদ করিম মিঠু । কুষ্টিয়া পৌরসভার তত্বাবধানে ২৯, ৩৫ ৫৬৮ টাকার চলমান উন্নয়ন কাজের পুরোটায় সাধারণ সম্পাদক দেওয়ান মাসুদ করিম মিঠুর অবদান বলে জানাচ্ছেন আইনজীবী বৃন্দ।
আইনজীবী মখলেছুর রহমান পিন্টু বলেন, প্রায় ৫৭ বছর কুষ্টিয়া জেলা আইনজীবী সমিতি প্রতিষ্ঠার পর থেকে আদালত চত্বরে রাস্তা ও সড়কে তোমন কোন উন্নয়ন হয়নি। সামান্য বৃষ্টি হলেই বিচারর্প্রাথী - আইনজীবীদের পড়তে হয় বিড়ম্বনায় রাস্তা ঘাটে জমে যাওয়া পানি বের হওয়ার কোন জায়গা নেই। কাদাপানিতে ভিজে সকলকে চলতে হতো। বর্তমান সাধারণ সম্পাদক মিঠু ভাই দায়িত্ব নেওয়ার পর ড্রেন ও রাস্তা তৈরীর উদ্যোগ গ্রহন করেছেন, যা আজ দৃশ্যমান, কাজ শেষ হলে আইনজীবী সহ সকলের কষ্ট লাঘব বলেও তিনি মনে করেন।
আদালত চত্বরে উন্নয়নসহ সার্বিক বিষয়ে কুষ্টিয়া জেলা আইনজীবী সমিতির নির্বাচিত বর্তমান সাধারণ সম্পাদক এডভোকেট দেওয়ান মাসুদ করিম মিঠু বলেন, আমি নির্বাচিত হওয়ার পর থেকেই সাধারণ আইনজীবীদের নানা সমস্যা সমাধানে কাজ করছি। বিজ্ঞ আইনজীবীদের অধিকার আয়ের ল্ক্ষ্যে আমি সব সময় বদ্ধপরিকর। সকল আইনজীবীদের কল্যানে কাজ করছি। আইনজীবীদের কল্যানে কোর্ট চত্বরে নিরাপদ কর্মস্থল বিনির্মানে বিচারপ্রার্থী ও সকল আইনজীবীদের সুবিধার জন্য প্রয়োজনীয় সবকিছু করবো । এ ধরনের উন্নয়ন কাজ অব্যহত থাকবে বলেও তিনি জানান।
বর্তমান কোর্ট চত্বরে চলমান উন্নয়ন কর্মকান্ড নিয়ে দেওয়ান মাসুদ করিম মিঠু আরো বলেন কোর্ট চত্বরে রাস্তা ড্রেন ছিলো না, পানি নিস্কাশনেরও কোন ব্যাবস্থা ছিলো না। বিভিন্ন স্থানে পানি জমে কাদামাটিতে আইনজীবী ও বিচার প্রার্থীদের চলাচলে চরম সমস্যার সম্মুখিন হতে হতো। আমি নির্বাচিত হওয়ার আগে থেকেই এ সমস্যা সমাধানে উদ্যোগী হই। আমার নির্বাচনী ইশতেহার অনুযায়ী বিভিন্ন সরকারি সেবাদানকারী এলজিডি, সওজ ও পৌরসভার সাথে কথা বলি, অবশেষে কুষ্টিয়া পৌরসভা কোর্ট চত্বরে রাস্তা ড্রেন ও টিনসেড নির্মানে আশ্বাস দেয়। যার কাজ চলমান। কাজ শেষ হলে আইনজীবীসহ বিচারপ্রার্থীদের কষ্ট লাঘব হবে বলেও তিনি জানান।
আগামী মাসে কুষ্টিয়া জেলা আইনজীবী সমিতির বাৎসরিক নির্বাচন নিয়ে বর্তমান সাধারন সম্পাদক বলেন আমি নির্বাচিত হওয়ার পর থেকে নবীন প্রবীন সকল আইনজীবীদের অধিকার আদায় সমস্যা সমাধান ও সার্বিক উন্নয়নে সকলকে সাথে নিয়ে কাজ করছি। আমি এবারও নির্বাচনে প্রতিদ্বন্দিতা করবো। বিশ্বাস করি আমার কাজের মূল্যায়ন করে লার্নেড আইনজীবী বৃন্দ আমাকে পুনরায় নির্বাচিত করে তাদের অধিকার আদায় পেশাগত উন্নয়ন ও সেবা করার সুযোগ দিবেন।
সাধারণ আইনজীবীরা বলেন গত ১৩ জানুয়ারী-২০২২ কুষ্টিয়া জেলা আইনজীবী সমিতির আয়োজনে, কুষ্টিয়া খোকসার কৃতি সন্তান দেশের নবনিযুক্ত ২৩ তম প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর সংবর্ধনা ও আইনজীবীদের বাৎসরিক ডিনারে বাংলাদেশ আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ সহ জেলা ও দেশের সুনামধন্য ব্যাক্তিবর্গের সাথে আইনজীবীদের মিলন মেলার আয়োজন ছিলো কুষ্টিয়া জেলা আইনজীবীদের স্মরণ কালের সেরা আয়োজন। যেটা সম্ভব হয়েছে বর্তমান সাধারণ সম্পাদক দেওয়ান মাসুদ করীম মিঠুর দূরদর্শী নেতৃত্বে ।
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর : ড. আমানুর আমান,এম.ফিল (আইইউকে), পিএইচডি ( এনবিইউ- দার্জিলিং)
ব্যবস্থাপনা সম্পাদক: শাহনাজ আমান।
কার্যালয়:- থানা ট্রাফিক মোড়, কুষ্টিয়া।মোবাইল- ০১৭১৩-৯১৪৫৭০, ইমেইল: info.dailykushtia@gmail.com
ই-পেপার কপি