দৈনিক কুষ্টিয়া অনলাইন/
কুষ্টিয়ার দৌলতপুর সাব-রেজিস্ট্রি অফিসে দূর্নীতি দমন কমিশন অভিযান চালিয়ে ঘুষের ৩ লাখ ১ হাজার ২০০ টাকাসহ অফিস সহকারী জান্নাতুল ফেরদৌস মুন্নিকে আটক করেছে। বুধবার (২৬ জানুয়ারি) বিকাল ৫টা থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত দুদকের অভিযান চলে।
বিষয়টি নিশ্চিত করেছেন কুষ্টিয়া দুদকের সমন্বিত জেলা কার্যালয়ের উপপরিচালক মো. জাকারিয়া।
মুন্নি কুষ্টিয়া শহরের পূর্ব মজমপুর এলাকার শাহাদাত হোসেনের স্ত্রী।
দূর্নীতি দমন কমিশন সূত্রে জানা যায়, এই কার্যালয়টিতে নানা দুর্নীতির খবর তাদের কাছে ছিল। এখানে সবথেকে খারাপ ধরনের দূর্ণীতির মধ্যে ছিল নিয়মিতভাবে দলিল প্রতি দেড় হাজার থেকে ২ হাজার টাকা অতিরিক্ত আদায়ের অভিযোগ।
উপ-পরিচালক জাকারিয়া জানান দুদকের টিম তল্লাশি করে অফিস সহকারী জান্নাতুল ফেরদৌস মুন্নির ড্রয়ার থেকে ৩ লাখ এক হাজার ২০০ টাকা উদ্ধার করে। মুন্নি উক্ত টাকার উৎস সম্পর্কে গ্রহণযোগ্য ব্যাখ্যা দিতে পারেনি। উদ্ধারকৃত অর্থ ঘুষের বলে প্রতীয়মান হয়। রাতেই তাকে দৌলতপুর পলিশের কাছে হÍন্তর করা হয়। এ ব্যাপারে দুদক মামলার সুপারিশ করে কমিশনে প্রতিবেদন দাখিল করবে
কুষ্টিয়া দুদকের সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নীল কমল পাল এই অভিযানে নেতৃত্ব দেন।
এ বিষয়ে কথা বলতে উপজেলা সাবরেজিস্ট্রার সুব্রত কুমার সিংহ জানান আইন তার নিজস্ব গতিতে চলবে।
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর : ড. আমানুর আমান,এম.ফিল (আইইউকে), পিএইচডি ( এনবিইউ- দার্জিলিং)
ব্যবস্থাপনা সম্পাদক: শাহনাজ আমান।
কার্যালয়:- থানা ট্রাফিক মোড়, কুষ্টিয়া।মোবাইল- ০১৭১৩-৯১৪৫৭০, ইমেইল: info.dailykushtia@gmail.com
ই-পেপার কপি