সরকার ঘোষিত করোনা সংক্রমণের রেড জোন কুষ্টিয়ায় করোনা আক্রান্ত হয়েছেন কুষ্টিয়ার জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল ইসলাম। আজ বুধবার (২৬ জানুয়ারি) দুপুরে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আরএম সেলিম শাহনেওয়াজ বিষয়টি নিশ্চিত করেন।
জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, গতকাল মঙ্গলবার (২৫ জানুয়ারি) কুষ্টিয়া সদর হাসপাতালে নমুনা পরীক্ষা করা হলে তার করোনা পজিটিভ আসে। তিনি বর্তমানে কুষ্টিয়াস্থ নিজ বাসভবনে কোয়ারেন্টাইনে আসেন।
আরএম সেলিম শাহনেওয়াজ জানান তিনি নিজেও করোনা পজিটিভ। তাছাড়া জেলা৷ প্রশাসকের কার্যালয়ের বেশ কয়েকজন কর্মচারী করোনা আক্রান্ত হয়েছেন।
কুষ্টিয়ার সিভিল সার্জন ডা. এইচএম আনোয়ারুল ইসলাম বলেন, গতকাল জেলা প্রশাসকের শরীরে করোনা শনাক্ত হয়েছে। জেলা প্রশাসকের কার্যালয়, হাসপাতালসহ বিভিন্ন সরকারি অফিসের অনেক কর্মকর্তা ও কর্মচারী করোনা আক্রান্ত হয়েছেন। বর্তমানে করোনা আক্রান্তের সংখ্যা হু হু করে বাড়ছে। সবাইকে সচেতন হতে হবে। স্বাস্থ্যবিধি অবশ্যই মেনে চলতে হবে।
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর : ড. আমানুর আমান,এম.ফিল (আইইউকে), পিএইচডি ( এনবিইউ- দার্জিলিং)
ব্যবস্থাপনা সম্পাদক: শাহনাজ আমান।
কার্যালয়:- থানা ট্রাফিক মোড়, কুষ্টিয়া।মোবাইল- ০১৭১৩-৯১৪৫৭০, ইমেইল: info.dailykushtia@gmail.com
ই-পেপার কপি